logo
প্রবাসের খবর

জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম, আছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ নভেম্বর ২০২৪
Copied!
জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম, আছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের মেগা নিলাম। ছবি: বিসিসিআই

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের ভেন্যুর নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে জানিয়ে দিয়েছে মেগা নিলামের দিনক্ষণও। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ক্রিকেটার হাঁকডাকের সবচেয়ে বড় এ আয়োজন।

নিলামের জন্য নিবন্ধিত ১ হাজার ৫৮৪ ক্রিকেটারের মধ্যে ১ হাজার ১৬৫ জন ভারতীয়। ৪০৯ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ১৬টি দেশ থেকে। তাদের মধ্যে বাংলাদেশের আছেন ১৩ জন। খেলোয়াড়দের নাম অবশ্য এখনো জানানো হয়নি।

নিলাম সামনে রেখে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জমা দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিসিআই। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে এবার ধরে রেখেছে ৪৬ জন খেলোয়াড়। নিলাম থেকে কেনা যাবে সর্বোচ্চ ২০৪ জন, এর মধ্যে বিদেশি কিনতে হবে ৭০ জন।

আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড় (দেশ ও খেলোয়াড় সংখ্যা)

দক্ষিণ আফ্রিকা ৯১

অস্ট্রেলিয়া ৭৬

ইংল্যান্ড ৫২

নিউজিল্যান্ড ৩৯

ওয়েস্ট ইন্ডিজ ৩৩

আফগানিস্তান ২৯

শ্রীলঙ্কা ২৯

বাংলাদেশ ১৩

নেদারল্যান্ডস ১২

যুক্তরাষ্ট্র ১০

আয়ারল্যান্ড ৯

জিম্বাবুয়ে ৮

কানাডা ৪

স্কটল্যান্ড ২

আরব আমিরাত ১

ইতালি ১

নিলামের জন্য বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে—৯১ জন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে যথাক্রমে ৭৬ ও ৫২ জন। আইসিসি সহযোগী দেশগুলো থেকে ৩০ জন খেলোয়াড় নাম জমা দিয়েছেন। সহযোগী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস থেকে সর্বোচ্চ ১২ জন, যুক্তরাষ্ট্র থেকে ১০, কানাডার ৪, স্কটল্যান্ডের ২ এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালির ১ জন করে থাকছেন।

সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। তবে প্রথমবার সৌদি আরবে হতে চলায় বিসিসিআইয়ের খরচ অনেক বাড়বে।

তবে সৌদি আরবে আইপিএল নিলাম আয়োজন করার সবচেয়ে বড় কারণ ক্রিকেটের পেছনে দেশটির বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা। বিসিসিআইয়েরও ইচ্ছা ছিল মধ্যপ্রাচ্যে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। তাই জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বিসিসিআইকে বাড়তি খরচ করতে হলেও ভবিষ্যতের জন্য তা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।

১৪ ঘণ্টা আগে

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

১ দিন আগে

মদিনায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

মদিনায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।

২ দিন আগে