logo
প্রবাসের খবর

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ অক্টোবর ২০২৫
Copied!
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের বিশেষ টেকনিক্যাল সেশন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের অংশগ্রহণে ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি ((IEQ) শীর্ষক বিশেষ টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সমিতি ইউএইর আবুধাবিস্থ প্রধান কার্যালয়ে দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ওভারসিস চ্যাপ্টার আবুধাবি এবং এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইউএইর যৌথ উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়।

এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইইএইর আবুধাবি শাখার সভাপতি প্রকৌশলী এ কে এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবির ওভারসিস চ্যাপ্টার আবুধাবির সেক্রেটারি প্রকৌশলী আমজাদ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইউএইর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি এবং অ্যাশরে (ASHRAE) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ আল ইমরান হোসেন।

Technical Session 2

বিশেষ অতিথি ছিলেন আবুধাবির খলিফা ইউনিভার্সিটির প্রফেসর ড. মতিউর রহমান ও আইইবির ওভারসিজ চ্যাপ্টার আবুধাবির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবু এস্কান্দার। স্বাগত বক্তব্য দেন আইইবির ওভারসিস চ্যাপ্টার ইউএইর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলী ও এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, শারমিন আকতার, প্রকৌশলী মোরশেদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পারভীন আক্তার জলি ও মুখলেছুর রহমান প্রমুখ।

টেকনিক্যাল সেশনটি অভ্যন্তরীণ পরিবেশগত মানের সঙ্গে সম্পর্কিত আলোক নকশায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করেছে।

অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের মধ্যে পেশাদার উন্নয়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষতা প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে টেকসই ভবন নকশা এবং অভ্যন্তরীণ পরিবেশগত মানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে