
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।
গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।
গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।
গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।
গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সংযোগ, অন্তর্ভুক্তি ও জাতীয় গর্বের অনুভূতি জাগানো। অংশগ্রহণ বাড়াতে ঈদ আল ইত্তিহাদ টিম একটি অনলাইন হাব তৈরি করেছে, যেখানে রয়েছে অনুপ্রেরণামূলক গাইড, কর্মকাণ্ডের আইডিয়া এবং পরিবার ও কমিউনিটির জন্য বিভিন্ন উদ্যাপন পরামর্শ।
আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মিলনমেলা ফোবানা সম্মেলন। ২০২৬ সালে ফোবানার সম্মেলন ৪০তম বর্ষে পদার্পণ করবে।
বিজয়ী প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ইন-স্টোর থেকে কেনা টিকিট নম্বর ০০৬২০৮ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সিরিজ ২৮০–এর লাইভ ড্রতে দারুণ পারফরম্যান্স দেখান এবং নিখুঁতভাবে ‘হায়ার অর লোয়ার’ গেমটি সম্পন্ন করে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন।