
বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেপাং জেলার পুলাউ মেরান্তির স্মার্ট সদর দপ্তরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। নিহত বাংলাদেশি কর্মীর নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম)-এর সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, তারা সকাল ৬টা ৪১ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর দ্রুত সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
আহমেদ মুখলিস আরও জানান, সকাল সোয়া ৭টার দিকে ভ্যানের পেছনের আসনে বসা ৪০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যানটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক বর্তমানে পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। অন্যান্য আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেপাং জেলার পুলাউ মেরান্তির স্মার্ট সদর দপ্তরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। নিহত বাংলাদেশি কর্মীর নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম)-এর সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, তারা সকাল ৬টা ৪১ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর দ্রুত সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
আহমেদ মুখলিস আরও জানান, সকাল সোয়া ৭টার দিকে ভ্যানের পেছনের আসনে বসা ৪০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যানটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক বর্তমানে পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। অন্যান্য আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।