logo
প্রবাসের খবর

কুয়েতে একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না প্রবাসীরা
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

বেপরোয়া গাড়ি চালানো রোধ এবং মারাত্মক দুর্ঘটনা হ্রাস করতে কুয়েতের ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এরইমধ্যে এ নিয়ে একটি খসড়া আইন তৈরি করা হয়েছে। যেখানে ব্যাপক জরিমানা এবং গাড়ির মালিকানার ওপর বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েতের ট্রাফিক ও অপারেশন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল খুদ্দার ঘোষিত নতুন খসড়া আইনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এটি কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত আইনে প্রবাসীরা একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না। এতে ট্রাফিক জরিমানা ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার করলে ৭৫ দিরহাম এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১৫০ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত জায়গাগুলোতে পার্কিং করলে ১৫০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। যা আগে ছিল ১০ দিরহাম।

কুয়েত সরকার জানায়, নতুন আইনে প্রবাসীরা কেবল একটি গাড়ির মালিক হতে পারবে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এছাড়া মাতাল বা মাদকাসক্ত হয়ে গাড়ি চালালে দুই বছরের জেল ও ৩ হাজার দিরহামের বিধান রাখা হয়েছে কুয়েতের নতুন ট্রাফিক আইনের খসড়ায়। এছাড়া আইনে ত্রুটিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে কেউ আঘাত পেলে বা কারও মৃত্যু হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সঙ্গে ৫ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, দ্রুত গতি এবং অবৈধ রেসিংয়ের মতো গুরুতর অপরাধে জড়িত যানবাহন বাজেয়াপ্ত করার ক্ষমতাও রাখা হয়েছে এই আইনে।

কুয়েত সরকার জানায়, দেশটিতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

১ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

২ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৪ দিন আগে