logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শাহরিয়ার ইসলাম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮)।

নিরাপত্তার স্বার্থে আহত অপরজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় শুক্রবার (৪ অক্টোবর) ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস। নিহত মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য প্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহরিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এ সময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহরিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহরিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত শাহরিয়ারের পরিচয় শনাক্ত করেন। তাঁর দেশের বাড়ি কিশোরগঞ্জে। শাহরিয়ারের স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তাদের মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহরিয়ারকে হত্যার কারণও জানাতে পারেনি প্রসিকিউটর অফিস। তবে এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো আসন্ন বিপদ নেই।

আরও পড়ুন

বক্স অফিসে ঝড় তুলেছে নতুন জুটির ‘সাইয়ারা’

বক্স অফিসে ঝড় তুলেছে নতুন জুটির ‘সাইয়ারা’

নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত বলিউড সিনেমা 'সাইয়ারা'। গত ১৮ জুলাই মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।

৯ ঘণ্টা আগে

মালয়েশিয়া আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল

মালয়েশিয়া আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

২ দিন আগে

গাজায় প্রতি ৩ জনে ১ জন না খেয়ে দিন পার করছে: জাতিসংঘ

গাজায় প্রতি ৩ জনে ১ জন না খেয়ে দিন পার করছে: জাতিসংঘ

জাতিসংঘের খাদ্যসহায়তা কর্মসূচি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ৩ জনের একজন না খেয়ে দিন পার করছে।

৩ দিন আগে

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

৩ দিন আগে