বিডিজেন ডেস্ক
কুয়েতের ক্ষমতায় থাকা রাজপরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া রাজপরিবারের ওই সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী রাজপরিবারের একজনকে গ্রেপ্তার করেছে, যিনি মাদকের অভিযোগে কারাগারের সাজা এড়িয়ে যাচ্ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আইনের প্রয়োগ যথাযথ করতেই এই উদ্যোগ। সবাইকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। আইনের প্রয়োগ হবেই। এমনকি ক্ষমতায় থাকা পরিবারের কেউ অপরাধী হলেও ছাড় দেওয়া হবে না।
কুয়েতের ক্ষমতায় থাকা রাজপরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া রাজপরিবারের ওই সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী রাজপরিবারের একজনকে গ্রেপ্তার করেছে, যিনি মাদকের অভিযোগে কারাগারের সাজা এড়িয়ে যাচ্ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আইনের প্রয়োগ যথাযথ করতেই এই উদ্যোগ। সবাইকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। আইনের প্রয়োগ হবেই। এমনকি ক্ষমতায় থাকা পরিবারের কেউ অপরাধী হলেও ছাড় দেওয়া হবে না।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।