
বিডিজেন ডেস্ক

লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন।
খবর বার্তা সংস্থা এপি ও ইউএনবির।
মঙ্গলবার রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ বেঁচে আছেন কি না বা আর কারও মরদেহ আটকা পড়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি।
লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনো লোকজন নিখোঁজ রয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।

লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন।
খবর বার্তা সংস্থা এপি ও ইউএনবির।
মঙ্গলবার রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ বেঁচে আছেন কি না বা আর কারও মরদেহ আটকা পড়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি।
লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনো লোকজন নিখোঁজ রয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।
রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।
কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।