
বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন থেকে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ‘ট্যাবি’ (Tabby) নামের একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফেডারেল সরকারকে প্রদেয় ফি ও জরিমানা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ (Buy Now, Pay Later) মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, “(আমরা) ট্যাবির সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যেখানে সর্বোত্তম কমিশন হার নিশ্চিত করা হয়েছে এবং এই কমিশন কেবলমাত্র সেই গ্রাহককেই বহন করতে হবে যিনি ফেডারেল সেবা ফি ও জরিমানা পরিশোধে এই সেবা ব্যবহার করতে চান।” কর্তৃপক্ষ তাদের ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করছে এবং সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে সমর্থন করছে।
অর্থ মন্ত্রণালয়ের সরকারি বাজেট ও রাজস্ব বিভাগ বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি সাঈদ রাশিদ আল ইয়াতিম বলেন, ট্যাবির সঙ্গে অংশীদারত্বটি সব ফেডারেল সংস্থাকে অন্তর্ভুক্ত করে এবং এটি মন্ত্রণালয়ের “গ্রাহক সন্তুষ্টি বাড়ানো, তাদেরকে নমনীয় ও নিরাপদ উপায়ে সরকারি সংস্থার প্রতি আর্থিক দায়বদ্ধতা পূরণে সক্ষম করা এবং আধুনিক আর্থিক প্রযুক্তি গ্রহণের প্রচেষ্টার” অংশ।
তিনি আরও বলেন, “আমরা এমন উদ্ভাবনী সমাধান ও কৌশলগত অংশীদারত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যা একটি সমন্বিত ও টেকসই আর্থিক অবকাঠামো গঠনে ভূমিকা রাখে।”
ট্যাবির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাম আরব বলেন, “গ্রাহকদের আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করাই সবসময় আমাদের লক্ষ্য ছিল এবং আমরা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফেডারেল সেবা আরও সহজলভ্য করতে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”
সূত্র: খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন থেকে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ‘ট্যাবি’ (Tabby) নামের একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফেডারেল সরকারকে প্রদেয় ফি ও জরিমানা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ (Buy Now, Pay Later) মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, “(আমরা) ট্যাবির সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যেখানে সর্বোত্তম কমিশন হার নিশ্চিত করা হয়েছে এবং এই কমিশন কেবলমাত্র সেই গ্রাহককেই বহন করতে হবে যিনি ফেডারেল সেবা ফি ও জরিমানা পরিশোধে এই সেবা ব্যবহার করতে চান।” কর্তৃপক্ষ তাদের ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করছে এবং সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে সমর্থন করছে।
অর্থ মন্ত্রণালয়ের সরকারি বাজেট ও রাজস্ব বিভাগ বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি সাঈদ রাশিদ আল ইয়াতিম বলেন, ট্যাবির সঙ্গে অংশীদারত্বটি সব ফেডারেল সংস্থাকে অন্তর্ভুক্ত করে এবং এটি মন্ত্রণালয়ের “গ্রাহক সন্তুষ্টি বাড়ানো, তাদেরকে নমনীয় ও নিরাপদ উপায়ে সরকারি সংস্থার প্রতি আর্থিক দায়বদ্ধতা পূরণে সক্ষম করা এবং আধুনিক আর্থিক প্রযুক্তি গ্রহণের প্রচেষ্টার” অংশ।
তিনি আরও বলেন, “আমরা এমন উদ্ভাবনী সমাধান ও কৌশলগত অংশীদারত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যা একটি সমন্বিত ও টেকসই আর্থিক অবকাঠামো গঠনে ভূমিকা রাখে।”
ট্যাবির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাম আরব বলেন, “গ্রাহকদের আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করাই সবসময় আমাদের লক্ষ্য ছিল এবং আমরা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফেডারেল সেবা আরও সহজলভ্য করতে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”
সূত্র: খালিজ টাইমস
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
২ দিন আগে
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
২ দিন আগে