

বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন থেকে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ‘ট্যাবি’ (Tabby) নামের একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফেডারেল সরকারকে প্রদেয় ফি ও জরিমানা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ (Buy Now, Pay Later) মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, “(আমরা) ট্যাবির সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যেখানে সর্বোত্তম কমিশন হার নিশ্চিত করা হয়েছে এবং এই কমিশন কেবলমাত্র সেই গ্রাহককেই বহন করতে হবে যিনি ফেডারেল সেবা ফি ও জরিমানা পরিশোধে এই সেবা ব্যবহার করতে চান।” কর্তৃপক্ষ তাদের ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করছে এবং সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে সমর্থন করছে।
অর্থ মন্ত্রণালয়ের সরকারি বাজেট ও রাজস্ব বিভাগ বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি সাঈদ রাশিদ আল ইয়াতিম বলেন, ট্যাবির সঙ্গে অংশীদারত্বটি সব ফেডারেল সংস্থাকে অন্তর্ভুক্ত করে এবং এটি মন্ত্রণালয়ের “গ্রাহক সন্তুষ্টি বাড়ানো, তাদেরকে নমনীয় ও নিরাপদ উপায়ে সরকারি সংস্থার প্রতি আর্থিক দায়বদ্ধতা পূরণে সক্ষম করা এবং আধুনিক আর্থিক প্রযুক্তি গ্রহণের প্রচেষ্টার” অংশ।
তিনি আরও বলেন, “আমরা এমন উদ্ভাবনী সমাধান ও কৌশলগত অংশীদারত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যা একটি সমন্বিত ও টেকসই আর্থিক অবকাঠামো গঠনে ভূমিকা রাখে।”
ট্যাবির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাম আরব বলেন, “গ্রাহকদের আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করাই সবসময় আমাদের লক্ষ্য ছিল এবং আমরা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফেডারেল সেবা আরও সহজলভ্য করতে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”
সূত্র: খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন থেকে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ‘ট্যাবি’ (Tabby) নামের একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফেডারেল সরকারকে প্রদেয় ফি ও জরিমানা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ (Buy Now, Pay Later) মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, “(আমরা) ট্যাবির সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যেখানে সর্বোত্তম কমিশন হার নিশ্চিত করা হয়েছে এবং এই কমিশন কেবলমাত্র সেই গ্রাহককেই বহন করতে হবে যিনি ফেডারেল সেবা ফি ও জরিমানা পরিশোধে এই সেবা ব্যবহার করতে চান।” কর্তৃপক্ষ তাদের ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করছে এবং সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে সমর্থন করছে।
অর্থ মন্ত্রণালয়ের সরকারি বাজেট ও রাজস্ব বিভাগ বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি সাঈদ রাশিদ আল ইয়াতিম বলেন, ট্যাবির সঙ্গে অংশীদারত্বটি সব ফেডারেল সংস্থাকে অন্তর্ভুক্ত করে এবং এটি মন্ত্রণালয়ের “গ্রাহক সন্তুষ্টি বাড়ানো, তাদেরকে নমনীয় ও নিরাপদ উপায়ে সরকারি সংস্থার প্রতি আর্থিক দায়বদ্ধতা পূরণে সক্ষম করা এবং আধুনিক আর্থিক প্রযুক্তি গ্রহণের প্রচেষ্টার” অংশ।
তিনি আরও বলেন, “আমরা এমন উদ্ভাবনী সমাধান ও কৌশলগত অংশীদারত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যা একটি সমন্বিত ও টেকসই আর্থিক অবকাঠামো গঠনে ভূমিকা রাখে।”
ট্যাবির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাম আরব বলেন, “গ্রাহকদের আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করাই সবসময় আমাদের লক্ষ্য ছিল এবং আমরা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফেডারেল সেবা আরও সহজলভ্য করতে অর্থ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”
সূত্র: খালিজ টাইমস
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।
কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।
সৌদি আরবে ভোটার নিবন্ধন চলবে আগামী ৪-৮ ডিসেম্বর। দেশটিতে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীরা যাতে এ কার্যক্রমে অংশ নেন সে জন্য কাজ করে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট।