
বিডিজেন ডেস্ক

ভিসার মেয়াদ বাড়ানো ও অবৈধ অভিবাসীদের আবেদন সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত । আগামী ৩১ অক্টোবরের পর্যন্ত বেঁধে দেওয়া এ সময় আর বাড়ছে না বলে জানিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। আজ সোমবার তারা এমনটি জানায়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অবৈধ অভিবাসীদের জন্য গত সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এসময়ে জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়েছেন অনেক অবৈধ প্রবাসী।
আইসিপি বলছে, ১ নভেম্বর থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সাধারণ ক্ষমা কর্মসূচি শেষ হতে তিন সপ্তাহ বাকি। আইসিপি জানায়, অবৈধ প্রবাসীদের ধরতে আবাসিক এলাকা এবং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের জরিমানা-নির্বাসন ও আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুলতান আল নুয়াইমি বলেন, এটি ছিল সুবর্ণ এবং চূড়ান্ত সুযোগ। নির্ধারিত সময়সীমার পর কোনো নমনীয়তা দেখানো হবে না।
আরব আমিরাত সরকারের এই কর্মকর্তা জানান, অনেকেই এই সময়ের মধ্যে বৈধ হতে পেরেছেন। নির্ধারিত সময়ের পর কতজন প্রবাসী বৈধ হতে পেরেছেন আর দেশে ফিরে গেছেন তার সংখ্যা জানিয়ে দেওয়া হবে।
যেসব প্রবাসীদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু এখনও নির্দেশনা মানেননি বলে জানিয়েছে আইসিপি। তাদের নির্ধারিত সময়ের মধ্যে আরব আমিরাত ছাড়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ভিসার মেয়াদ বাড়ানো ও অবৈধ অভিবাসীদের আবেদন সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত । আগামী ৩১ অক্টোবরের পর্যন্ত বেঁধে দেওয়া এ সময় আর বাড়ছে না বলে জানিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। আজ সোমবার তারা এমনটি জানায়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অবৈধ অভিবাসীদের জন্য গত সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এসময়ে জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়েছেন অনেক অবৈধ প্রবাসী।
আইসিপি বলছে, ১ নভেম্বর থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সাধারণ ক্ষমা কর্মসূচি শেষ হতে তিন সপ্তাহ বাকি। আইসিপি জানায়, অবৈধ প্রবাসীদের ধরতে আবাসিক এলাকা এবং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের জরিমানা-নির্বাসন ও আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুলতান আল নুয়াইমি বলেন, এটি ছিল সুবর্ণ এবং চূড়ান্ত সুযোগ। নির্ধারিত সময়সীমার পর কোনো নমনীয়তা দেখানো হবে না।
আরব আমিরাত সরকারের এই কর্মকর্তা জানান, অনেকেই এই সময়ের মধ্যে বৈধ হতে পেরেছেন। নির্ধারিত সময়ের পর কতজন প্রবাসী বৈধ হতে পেরেছেন আর দেশে ফিরে গেছেন তার সংখ্যা জানিয়ে দেওয়া হবে।
যেসব প্রবাসীদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু এখনও নির্দেশনা মানেননি বলে জানিয়েছে আইসিপি। তাদের নির্ধারিত সময়ের মধ্যে আরব আমিরাত ছাড়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।