logo
প্রবাসের খবর

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১২ সেপ্টেম্বর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১২ সেপ্টেম্বর

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।

টুর্নামেন্টের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই লিগে অংশ নেবে। এ জন্য সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে।’

ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা ও ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

২ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

৩ দিন আগে

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।

৩ দিন আগে

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

৪ দিন আগে