
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ১১৬ জন ‘অবৈধ’ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা প্রদান করে তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া, আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্য প্রদেশ থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করার অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ১১৬ জন ‘অবৈধ’ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা প্রদান করে তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া, আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্য প্রদেশ থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করার অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।