logo
প্রবাসের খবর

দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের নতুন কনসাল জেনারেলের লেটার অব কমিশন পেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের নতুন কনসাল জেনারেলের লেটার অব কমিশন পেশ
রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে লেটার অব কমিশন পেশ করেছন মো. রাশেদুজ্জামান। ছবি: দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. রাশেদুজ্জামান। তিনি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন।

কনস্যুলেটের প্রেস উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেটার অব কমিশন পেশ করার পর কনসাল জেনারেল ও ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অবস্থান এবং চাকরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এ ছাড়া, আগামী দিনে দুবাই ও উত্তর আমিরাতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল ও ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে মিনিস্টার (পলিটিক্যাল) হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও দেখুন

লন্ডনে সলিল চৌধুরীর শতবর্ষে আনন্দধারা আর্টসের মনোজ্ঞ পরিবেশনা

লন্ডনে সলিল চৌধুরীর শতবর্ষে আনন্দধারা আর্টসের মনোজ্ঞ পরিবেশনা

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে গানের পাশাপাশি সলিল চৌধুরীর ভাবনা, দর্শন ও সৃজনযাত্রা নতুনভাবে ধরা দেয় শ্রোতা–দর্শকদের সামনে।

১০ ঘণ্টা আগে

টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকীর আনন্দ–আড্ডায় তার কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা। সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান।

১১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯৯৪ সালে ‘প্রবাস’ নামে যে সংগঠনটির জন্ম, কালের পরিক্রমায় সেই সংগঠন আজ বাংলাদেশ ক্লাব, জেনেভা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিকে সুইজারল্যান্ডে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে।

১৫ ঘণ্টা আগে