
বিডিজেন ডেস্ক

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিয়াদে পতিতাবৃত্তির অভিযোগে তিন নারী প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে জেদ্দায় একটি বডি ম্যাসাজ সেন্টার থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেদ্দা পুলিশ জানায়, ওই বডি ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্স জানায়, দেশটিতে মোট জনসংখ্যার ৪৪ শতাংশই প্রবাসী।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছরের মাঝামাঝি সময়ে সৌদির স্থানীয় বাসিন্দাদের সংখ্যা ছিল ১ কোটি ৯৬ লাখ। একই সময়ে দেশটিতে প্রবাসী বাসিন্দাদের সংখ্যা ছিল এক কোটি ৫৭ লাখ।

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিয়াদে পতিতাবৃত্তির অভিযোগে তিন নারী প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে জেদ্দায় একটি বডি ম্যাসাজ সেন্টার থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেদ্দা পুলিশ জানায়, ওই বডি ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্স জানায়, দেশটিতে মোট জনসংখ্যার ৪৪ শতাংশই প্রবাসী।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছরের মাঝামাঝি সময়ে সৌদির স্থানীয় বাসিন্দাদের সংখ্যা ছিল ১ কোটি ৯৬ লাখ। একই সময়ে দেশটিতে প্রবাসী বাসিন্দাদের সংখ্যা ছিল এক কোটি ৫৭ লাখ।
রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।
সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”
গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।