logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে অস্ট্রেলিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে গিয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শাফি মাহমুদ স্মারকলিপিটি হস্তান্তর করেন। হাইকমিশনের পক্ষে এটি গ্রহণ করেন তাইমা রহমান। হাইকমিশন জানিয়েছে, স্মারকলিপিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Memorandum 2

স্মারকলিপিতে বলা হয়, নিউইয়র্কে সরকারি সফরের সময় এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং প্রবাসী নাগরিকদের নিরাপত্তাকেও গভীর সংকটে ফেলেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

Memorandum 3

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়া তাদের অবস্থান তুলে ধরে জানায়, শুধু নিন্দা জানিয়ে থেমে থাকা যাবে না। বাংলাদেশ সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী প্রবাসী নাগরিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে