logo
প্রবাসের খবর

ভারতে পাল্টা হামলা শুরুর ঘোষণা পাকিস্তানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২ দিন আগে
Copied!
ভারতে পাল্টা হামলা শুরুর ঘোষণা পাকিস্তানের
শনিবার ভোরে কাশ্মীরের জম্মু শহরের বাইরে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে পাকিস্তান শনিবার (১০ মে) ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে। পকিস্তান এর নাম দিয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

রয়টার্স জানায়, উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালনোর কথা জানিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারটিতে 'ব্রহ্ম' সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করা হয়। রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত।

ভোরে ভারতে হামলা চালানোর আগে ইসলামাবাদ অভিযোগ করে, তাদের ৩টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত একটি ঘাঁটিও আছে। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় বলে তাদের দাবি।

বুধবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে 'জঙ্গি ঘাঁটি' আখ্যা দিয়ে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান হামলার হুঁশিয়ারি দিয়েছিল।

পাকিস্তানের সামরিক বাহিনী সাংবাদিকদের এক বার্তায় জানায়, তারা বিয়াস এলাকায় একটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করেছে। এ ছাড়া, ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমানঘাঁটি এবং ভারতীয় কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সামরিক বাহিনী শিগগির গণমাধ্যমকে ব্রিফ করবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'। পবিত্র কোরআনের একটি শব্দবন্ধ থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ 'শক্তিশালী দেয়াল'।

এদিকে, এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, 'ভারত তাদের বিমান থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে... নূর খান ঘাঁটি, মুরিদ ঘাঁটি এবং শোরকোট ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।'

ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত রাওয়ালপিন্ডির একটি এবং বাকি দুটি বিমানঘাঁটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে অবস্থিত।

পাকিস্তানি সামরিক মুখপাত্রের দাবি, খুব কমসংখ্যক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুযায়ী, সেগুলো কোনো বিমানের ক্ষতি করতে পারেনি।

ভারত এর আগে জানিয়েছিল, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তারা বুধবার পাকিস্তানে হামলা চালিয়েছে। পাকিস্তান এই হামলায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। বুধবারের পর থেকে দুই দেশ সীমান্তে পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণ করেছে এবং একে অপরের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শুক্রবার রাতভর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। ভারত দাবি করেছে, এসব এলাকায় তারা পাকিস্তানের ড্রোন ভূপাতিত করেছে।

পাকিস্তানের লাহোর এবং উত্তর-পশ্চিমের পেশোয়ার শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এখন পর্যন্ত দুই পক্ষের হিসাবে অন্তত ৪৮ জন নিহত হওয়ার কথা জানা যাচ্ছে। যদিও এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিরাট কোহলি। এক ইনস্টাগ্রাম বার্তায় তিনি টেস্ট থেকে আজ নিজের বিদায়ের কথা জানিয়েছেন। ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটার এখন থেকে শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলবেন।

৫ ঘণ্টা আগে

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে। আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। নতুন অভিবাসন নীতি অনুযায়ী বিদেশি নাগরিকেরা আর ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য

যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। দেশ দুটি পরস্পরের পণ্যে যে বিপুল হারে শুল্ক আরোপ করেছিল, প্রাথমিকভাবে তারা ৯০ দিনের জন্য সেই শুল্ক অনেকাংশে কমিয়ে আনতে সম্মত হয়েছে। ফলে বিশ্ববাজারে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে সরকারি বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেন। তাঁর সে পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন বিচারক।

১ দিন আগে