বিডিজেন ডেস্ক
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
এসব ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
পহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদের হাত রয়েছে, দিল্লির এমন অভিযোগ তোলার দুই সপ্তাহ পর পাকিস্তানে ভারতের সামরিক হামলার ঘটনায় দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
এএফপি জানায়, ১৯৪৭ সালে এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের উৎখাতের পর শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ দুটি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে।
এদিকে পাকিস্তানে হামলার পর ভারতীয় সেনাবাহিনী জানায় যে, তারা পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই হামলাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়ানোর উপলক্ষ বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানান যে, ইসলামাবাদ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি এএফপিকে বলেন, 'প্রতিশোধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হিসাব চুকাতে আমাদের বেশি সময় লাগবে না।'
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ৫টি ভারতীয় জেট বিমানকে সীমান্তে ভূপাতিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র জানায়, তাদের ৩টি যুদ্ধবিমান নিজ ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
এসব ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
পহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদের হাত রয়েছে, দিল্লির এমন অভিযোগ তোলার দুই সপ্তাহ পর পাকিস্তানে ভারতের সামরিক হামলার ঘটনায় দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
এএফপি জানায়, ১৯৪৭ সালে এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের উৎখাতের পর শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ দুটি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে।
এদিকে পাকিস্তানে হামলার পর ভারতীয় সেনাবাহিনী জানায় যে, তারা পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই হামলাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়ানোর উপলক্ষ বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানান যে, ইসলামাবাদ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি এএফপিকে বলেন, 'প্রতিশোধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হিসাব চুকাতে আমাদের বেশি সময় লাগবে না।'
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ৫টি ভারতীয় জেট বিমানকে সীমান্তে ভূপাতিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র জানায়, তাদের ৩টি যুদ্ধবিমান নিজ ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।