logo
প্রবাসের খবর

আজ জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
আজ জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা
সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম। ছবি: বিসিসিআই

বাংলাদেশ সময় গতকাল রোববার (২৪ নভেম্বর) বিকেল থেকে ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায়। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই অ্যারেনায় বসেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম।

আজ সোমবার নিলামের দ্বিতীয় ও শেষ দিনে বাংলাদেশি ক্রিকেটারদেরও ভাগ্য সঙ্গী হতে পারে।

গতকালের মতো আজও জেদ্দায় মেগা নিলাম শুরু হবে দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। বাংলাদেশি খেলোয়াড়দের ডাক আসতে আসতে বিকেল (বাংলাদেশে সন্ধ্যা) হয়ে যেতে পারে।

শেষ মুহূর্তে ৩ জনকে যুক্ত করে এবারের আইপিএলের মেগা নিলামের তালিকায় ৫৭৭ ক্রিকেটার রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। মেগা নিলামের প্রথম দিন (রোববার) বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে।

ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে রোববার ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে। আজ সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে না–ও ডাকা হতে পারে।

নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে পারে। সেই হিসেবে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে ২৫০ জনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না। মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ৪৬ জন খেলোয়াড় ধরে রেখেছে। এর অর্থ, নিলামে ওঠা ৫৭৭ জনের মধ্যে ২০৪ জনের বেশি কেনার সুযোগ নেই।

গতকাল রোববার প্রথম দিনে ৭২ খেলোয়াড় বিক্রি হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো আজ আর ১৩২ জনকে কিনে ফেললেই সবার স্কোয়াড পূর্ণ হয়ে যাবে। আর এ জন্য মালিকদের হাতে আছে ১৭৩ কোটি ৫৫ লাখ টাকা।

ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের সবাইকে ডাকার পর শুরু হবে দ্রুততর নিলামপ্রক্রিয়া। তাতে থাকবে দুটি ধাপ।

প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ক্রমিক নম্বর ১১৮ থেকে ৫৭৭ নম্বরের মধ্যে থাকা খেলোয়াড়দের ভেতর থেকে তাদের পছন্দের নামগুলো নিলামের সঞ্চালক মল্লিকা সাগরের কাছে জমা দেবেন। তিনি সেই নামগুলো ডাকতে থাকবেন।

এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এ পর্বে আগে যাদের একবারও ডাকা হয়নি (ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় ছিলেন না) এবং যাদের ডাকা হয়েছে কিন্তু অবিক্রীত রয়ে গেছেন, তাদের তোলা হবে।

দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে, যখন ১৩২ জন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই।

বড় কারণ, ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০-এর পরে। এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।

ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে পেসার মোস্তাফিজুর রহমানের নাম (১৮১)। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন (১৮৭)। ৩০০-এর মধ্যে আছেন আর দুজন—উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস (২৪৭) ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (২৯৮)। সাকিব আল হাসানসহ বাকি ৮ জন আছেন ৪০০-এর ওপারে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় না থাকলে তাঁদের বিক্রি হওয়ায় সম্ভাবনা খুব কম।

প্রথম দিনে বিক্রি ৭২ খেলোয়াড়, ব্যয় ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি

২০২৫ আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে গতকাল রোববার খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তাঁর নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে রোববার আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।

আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তাঁর রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পন্ত। বাঁহাতি উইকেটকিপার–ব্যাটসম্যানকে রেকর্ড ২৭ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবার তো বটেই, আইপিএল ইতিহাসেই এটি সর্বোচ্চ দাম।

অন্যদিকে ভেঙ্কাটেশ আইয়ারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে ভালোই লড়াই হয়েছে। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে। আইয়ারের দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ।

আরও পড়ুন

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৪ হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন।

৮ ঘণ্টা আগে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

২১ ঘণ্টা আগে

ট্রাম্পের পাল্টা শুল্কে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

ট্রাম্পের পাল্টা শুল্কে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাই।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজায় গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নিহত হয়েছে আরও ৩৩ জন, আহত আরও শতাধিক। সব মিলিয়ে বৃহস্পতিবার ভোরের হামলার পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন নিহত হয়েছে।

২ দিন আগে