logo
প্রবাসের খবর

সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ দিন আগে
Copied!
সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ। ছবি– সৌদি গেজেট

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে এক বছরেরও কম সময়ের মধ্যে ওই দেশের বসবাসের জন্য বিশেষ অনুমতি বা প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়া হয়েছে। সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে।
রিয়াদে গত ২৫ নভেম্বর বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী খালিদ আল-ফালিহ নিশ্চিত করেন যে, যারা প্রিমিয়াম রেসিডেন্সির অনুমতি পেয়েছেন তাদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা মনে করেন নিজ দেশেই আছেন। এবারের সম্মেলনে ৩০টি দেশের প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন।

ভিশন ২০৩০ চালু হওয়ার পর থেকে বিনিয়োগের পরিবেশ এবং এর অগ্রগতির কথা উল্লেখ করেন খালিদ আল-ফালিহ। তিনি বলেন, ভিশন চালু হওয়ায় আগের সময়ের তুলনায় বিনিয়োগ প্রবাহ এখন তিনগুণ বেড়েছে। ‘মোট দেশজ উৎপাদন’ বা জিডিপি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়েছে। এর পরিমাণ এ সময়ে এক লাখ ১০ হাজার কোটি বা ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, এর অর্ধেক নন-অয়েল অর্থাৎ জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত নয় এমন খাত থেকে এসেছে।
সম্মেলনে খালিদ আল-ফালিহ বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবণতার চারটি বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেন। এই বৈশিষ্টগুলো তাঁর বিবেচনায় বৈশ্বিক বিনিয়োগের চিত্রপটকে নতুন আকার দেবে। মন্ত্রী টেকসই বিনিয়োগের ওপর গুরুত্ব এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগকে উন্নত করার জন্য ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগের ওপর নির্ভর করে দ্রুত প্রযুক্তিগত রূপান্তর এবং সরবরাহ চেইনগুলো কীভাবে কাজ করে তা পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাসে সৌদি আরব তার প্রবাসী আবাসিক আইনে পরিবর্তন এনে হালনাগাদ করে, যাতে বিনিয়োগকারী ও প্রতিভাবানদের প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার সুযোগ তৈরি করা হয়। এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রাপকদের ১০টি সুবিধা প্রদান করা হচ্ছে। এর মধ্যে পরিবারের সদস্যদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি, প্রবাসীদের অর্থ প্রদান থেকে অব্যাহতি এবং নির্ভরশীলদের ফি, ভিসা-মুক্ত ভ্রমণ এবং রিয়েল এস্টেটের মালিকানা এবং বিনা স্পনসারে ব্যবসা চালানোর অধিকার। সুবিধার মধ্যে ফি ছাড়াই প্রতিষ্ঠানের মধ্যে পরিষেবা স্থানান্তরের সহজ প্রক্রিয়া, আত্মীয়দের নিয়ে যাওয়ার সুযোগ এবং একই সাথে সৌদি আরব ত্যাগ ও ফের ঢোকার বিষয়টি সহজ করা হয়েছে।

এটি যোগ্য বিদেশি নাগরিক নিজে নিজের স্পনসার হলে এক বছর পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। এটা রিনিউ হতে অথবা দীর্ঘ মেয়াদের জন্য বাড়তে পারে। সব দেশের নাগরিকেরা এই নতুন প্রিমিয়াম রেসিডেন্সির সুযোগের জন্য আবেদন করতে পারে। তবে তাদের অবশ্যই যোগ্যতার সকল মানদণ্ড ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।

১৮ ঘণ্টা আগে

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

১ দিন আগে

মদিনায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

মদিনায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।

২ দিন আগে