বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।
জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’
আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।
লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।
সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।
জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’
আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।
লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।