logo
প্রবাসের খবর

আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি আবদুল আজিজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি আবদুল আজিজ
ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।

জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’

আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।

লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।

আরও পড়ুন

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন দমনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু অবৈধ নয়, অনেক ক্ষেত্রে বৈধভাবে থাকা অভিবাসীরাও দেশটির প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন।

২ দিন আগে

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান। ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন তিনি।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ও কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না

যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ও কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না

যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে।

৪ দিন আগে

নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

সাইফুদ্দিন বলেন, আগে নিয়োগকর্তা, এজেন্ট যে কেউ আবেদন করতে পারতেন। এখন, আর না। খাত এবং উপ-খাতের শিল্প মালিকদের প্রথমে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশী কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কারিগরি কমিটির কাছে আবেদন জমা দিতে হবে, যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিবরা থাকবেন।

৪ দিন আগে