logo
প্রবাসের খবর

নতুন রেকর্ড গড়ল রাশমিকা-ভিকির ‘ছাবা’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ মার্চ ২০২৫
Copied!
নতুন রেকর্ড গড়ল রাশমিকা-ভিকির ‘ছাবা’
‘ছাবা’ সিনেমায় রাশমিকা ও ভিকি। আইএমডিবি

ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। চলতি বছর সেভাবে হিন্দি সিনেমা ব্যবসা করতে না পারলেও ‘ছাবা’ দিয়ে আশার আলো দেখেছিলেন প্রযোজকেরা। দুর্দান্ত ব্যবসা করতে থাকা সিনেমাটি এবার নতুন রেকর্ড গড়েছে।

৮ মার্চ (শনিবার) ছিল ‘ছাবা’ মুক্তির ২৩তম দিন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এদিন সিনমাটি আয় করেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ৫০৮ কোটি রুপি। গতকালই সিনেমাটি ৫০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে।

‘ছাবা’ সিনেমায় রাশমিকা।  ফেসবুক থেকে নেওয়া
‘ছাবা’ সিনেমায় রাশমিকা। ফেসবুক থেকে নেওয়া

৩১ কোটি রুপি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল ‘ছাবা’। মুক্তির ১৫ দিনের মধ্যে ৪০০ কোটির অঙ্ক সহজে পার করে ফেলেছিল ছবিটি। এবার ২৩তম দিনে প্রবেশ করল ৫০০ কোটির ক্লাবে।

‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তাঁর তুখোড় অভিনয় আপামর সিনেমাপ্রেমীর মন জয় করেছে।

মোগল সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সিনেমাটিতে আবেগ, অ্যাকশন আর ইতিহাসের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর, সে জন্যই সাধারণ দর্শক এত পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা। অনেক দর্শকই সিনেমাটির শেষ আধঘণ্টা সাম্প্রতিক সময়ে নির্মিত হিন্দি সিনেমার মধ্যে সেরা, এমন মন্তব্যও করেছেন।

‘ছাবা’ দিয়ে টানা ৩টি সুপারহিট ছবির অংশ হলেন রাশমিকা মান্দানা। এর আগে এই দক্ষিণি তারকার ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ছবি ২টিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

আরও পড়ুন

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে