বিডিজেন ডেস্ক
ওমানের নর্থ আল বাতিনাহ গভর্নরেটে গত অক্টোবরে অভিযান চালিয়ে ৬৫০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ওমান।
ওমান সরকার জানায়, শ্রম অধিদপ্তরের নেতৃত্বে যৌথ পরিদর্শন দল নিরাপত্তা বাহিনীর সহায়তায় গত অক্টোবরে নর্থ আল বাতিনাহ গভর্নরেটে অভিযান চালায়। এতে বিভিন্ন অভিযোগে ৬৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৪২৫ জনকে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়োগ দেওয়ার অনুমোদন নেই এমন প্রতিষ্ঠানে কাজ করায় ৬২ জনকে, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করায় ১০৬ জনকে, অনুমতি ছাড়া নিজ উদ্যোগে কাজ করায় ৫৯ জনকে ও শ্রম আইন লঙ্ঘন করায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বের একটি দেশ। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিল ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
ওমানের নর্থ আল বাতিনাহ গভর্নরেটে গত অক্টোবরে অভিযান চালিয়ে ৬৫০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ওমান।
ওমান সরকার জানায়, শ্রম অধিদপ্তরের নেতৃত্বে যৌথ পরিদর্শন দল নিরাপত্তা বাহিনীর সহায়তায় গত অক্টোবরে নর্থ আল বাতিনাহ গভর্নরেটে অভিযান চালায়। এতে বিভিন্ন অভিযোগে ৬৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৪২৫ জনকে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়োগ দেওয়ার অনুমোদন নেই এমন প্রতিষ্ঠানে কাজ করায় ৬২ জনকে, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করায় ১০৬ জনকে, অনুমতি ছাড়া নিজ উদ্যোগে কাজ করায় ৫৯ জনকে ও শ্রম আইন লঙ্ঘন করায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বের একটি দেশ। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিল ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।