বিডিজেন ডেস্ক
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।