logo
প্রবাসের খবর

এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৯ দিন আগে
Copied!
এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু
এমিরেটসের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা যুক্ত ফ্লাইট এ৩৫০। ছবি: গালফ নিউজ

অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দিনব্যাপী বন্ধ থাকার পর আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। দুবাই-ভিত্তিক এমিরেটস এবং আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা ধীরে ধীরে যুক্তরাজ্যের ব্যস্ততম এ বিমানবন্দরে তাদের ফ্লাইট শুরু করছে।

টার্মিনাল ২-এ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার লন্ডনের হিথ্রো সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমণকারীসহ হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হন।

বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর এমিরেটস ঘোষণা করে, আজ শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথ্রো পর্যন্ত ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তারা পুনরায় বুকিং সহায়তার জন্য সরাসরি তাদের বুকিং এজেন্ট বা এমিরেটসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ নিয়ে আপডেটও দিয়েছেন তারা।

ইতিমধ্যে ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা শনিবার থেকে আবুধাবি এবং লন্ডন হিথ্রোর ফ্লাইট পুনরায় শুরু করবে। বিমান সংস্থাটি যাত্রীদের ইতিহাদ ওয়েবসাইটে তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এবং রিয়েল-টাইম আপডেট পেতে ‘ম্যানেজ ইওর বুকিং’ পোর্টালে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ব্যাহত ফ্লাইটের কারণে আজ লন্ডন হিথ্রো বিশেষভাবে ব্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে, তাই ইতিহাদ যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীরা যাত্রীদের পাশে থাকবেন।

এক দিন বন্ধ থাকার পর আজ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিল ২ লাখ যাত্রী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয় অন্যান্য বিমানবন্দরে। এ কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই।

আরও পড়ুন

স্ত্রীকে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার

স্ত্রীকে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের দিন এক বাংলাদেশি নাগরিক তাঁর স্ত্রীকে ধারালো ছুরি ও অ্যাসিড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করেছে। এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

৩ ঘণ্টা আগে

পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প বলেন, যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে বোমাবর্ষণ হবে। এবার এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও বলেন, ‘এমন আশঙ্কাও আছে, যদি তারা চুক্তি না করে, তাহলে আমি তাদের ওপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব।’

৩ ঘণ্টা আগে

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬৮

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬৮

ঈদের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান

ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান

ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ ব্রিটিশ টিকিটধারীদের হতাশ করে জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারের জ্যাকপটের অর্থের পরিমাণ ছিল এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি।

১ দিন আগে