logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রফিক আহমদ খান, মালয়েশিয়া২ দিন আগে
Copied!
মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মালয়েশিয়া শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে ১ সেপ্টেম্বর বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোরান তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।

1000045841

বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।

1000045852

ভার্চ্যুয়ালি বক্তব্যে প্রধান অতিথি নজরুল ইসলাম খান দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ’দীর্ঘ ১৬ বছর খুন, গুম, জেল, জুলুম সহ্য করে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ, এখন সময় এসেছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসছে জাতীয় নির্বাচনের জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করা।’

1000045820

অনুষ্ঠানের সভাপতি বাদলুর রহমান খান তার বক্তব্যে বলেন, ‘দেশনেতা তারেক রহমানের দেওয়া ৩১দফা প্রতিষ্ঠায় আমাদের সকল নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে, ৩১দফা বাস্তবায়ন হলে জনগণের চাওয়া দেশ মেরামত ও সংশোধন পরিপূর্ণতা পাবে। এখন জনগণ দেশে তাদের নির্বাচিত সরকার দেখতে চাই, তাই নির্বাচনী রোডম্যাপ সামনে নিয়ে আসুন আমরা সবাই জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলি।

পরিশেষে তিনি সবাইকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

1000045846

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সদস্য মো. জসিম উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, কেলাং শাখার সভাপতি মো. জাকির হোসেন, পুডু শাখার সভাপতি মো. মানিক, কাম্পং জাওয়া শাখার সভাপতি আবু সাইদ বাবুল, সকিট শাখার সভাপতি মো. মিজান, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়া শাখার আহবায়ক আসাদুজ্জামান মাসুম, বাদল কারার, যুবনেতা নাসির মোল্লা, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান, এম মোজাম্মেল হক প্রধান, মোশারফ হোসেন হৃদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়ায় পড়তে যাওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

১০ ঘণ্টা আগে

আমেরিকার ওপর আরোপিত অধিকাংশ পাল্টা শুল্ক তুলে নিয়েছে কানাডা

আমেরিকার ওপর আরোপিত অধিকাংশ পাল্টা শুল্ক তুলে নিয়েছে কানাডা

যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত অধিকাংশ পাল্টা শুল্ক কানাডা প্রত্যাহার করেছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ দিন আগে

বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

মেক্সিকোতে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করা হয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক মিউজিয়াম অব মিউরালিজমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনী ‘নীরবতা ভাঙার ছবি’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ দিন আগে

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে 'কোস্টাল কেয়ার ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে