logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মালয়েশিয়া শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে ১ সেপ্টেম্বর বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোরান তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।

1000045841

বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।

1000045852

ভার্চ্যুয়ালি বক্তব্যে প্রধান অতিথি নজরুল ইসলাম খান দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ’দীর্ঘ ১৬ বছর খুন, গুম, জেল, জুলুম সহ্য করে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ, এখন সময় এসেছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসছে জাতীয় নির্বাচনের জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করা।’

1000045820

অনুষ্ঠানের সভাপতি বাদলুর রহমান খান তার বক্তব্যে বলেন, ‘দেশনেতা তারেক রহমানের দেওয়া ৩১দফা প্রতিষ্ঠায় আমাদের সকল নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে, ৩১দফা বাস্তবায়ন হলে জনগণের চাওয়া দেশ মেরামত ও সংশোধন পরিপূর্ণতা পাবে। এখন জনগণ দেশে তাদের নির্বাচিত সরকার দেখতে চাই, তাই নির্বাচনী রোডম্যাপ সামনে নিয়ে আসুন আমরা সবাই জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলি।

পরিশেষে তিনি সবাইকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

1000045846

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সদস্য মো. জসিম উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, কেলাং শাখার সভাপতি মো. জাকির হোসেন, পুডু শাখার সভাপতি মো. মানিক, কাম্পং জাওয়া শাখার সভাপতি আবু সাইদ বাবুল, সকিট শাখার সভাপতি মো. মিজান, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়া শাখার আহবায়ক আসাদুজ্জামান মাসুম, বাদল কারার, যুবনেতা নাসির মোল্লা, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান, এম মোজাম্মেল হক প্রধান, মোশারফ হোসেন হৃদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

আরও দেখুন

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।

১ দিন আগে

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

২ দিন আগে

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

২ দিন আগে

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী মেডিকেল সেন্টারসমূহকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুব্যবস্থাপনার আওতায় আনার জন্য গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

২ দিন আগে