logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে সেমিনার

রফিক আহমদ খান, মালয়েশিয়া২৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে সেমিনার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির সরকারি প্রতিষ্ঠান সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসুর (Perkeso) কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পারকেসুর উর্ধতন কর্মকর্তা, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন‍্য দেশটির সরকার গৃহীত নানাবিধ সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতির বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূইয়া, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসম্মাৎ শাহানারা মনিকা, শ্রম উইংয়ের কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম ও Perkeso মালয়েশিয়ার পক্ষে সংস্থাটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ এডমাউন্ড চেং পিংক হুয়াং, প্রবাসী শ্রমিক ইউনিট প্রধান হারিরি বক্তব্য দেন।

Malaysia Seminar 2

মো. গোলাম সারোয়ার ভূইয়া তাঁর বক্তব্যে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড গৃহীত ১৩ লাখ টাকার স্কিম, মৃতদেহ পরিবহনে ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধাসহ নানাবিধ প্রবাসবান্ধব কর্মসূচি কথা উল্লেখ করেন এবং Perkeso কর্তৃক প্রবাসী শ্রমিক কল্যাণে নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, প্রবাসী শ্রমিকদের কল‍্যাণ এবং কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন মালয়েশিয়ার সরকারের সঙ্গে নিবিরভাবে কাজ করছে। এ বিষয়ে শ্রমিকদের কাছে সঠিক তথ‍্য প্রচারের জন‍্য এ উদ্যোগ সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Malaysia Seminar 3

পারকেসুর ডেপুটি চিফ এক্সিকিউটিভ বলেন, মালয়েশিয়া সরকার কর্মীবান্ধব ও নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে Perkeso–র মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সেমিনারে Perkeso–র কর্মকর্তা মিস ফারাহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য Perkeso কর্তৃক গৃহীত নানাবিধ সুবিধা সম্বলিত 'সামাজিক নিরাপত্তা সুরক্ষা' প্রকল্প সম্পর্কে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন এবং এ ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে Perkeso মালয়েশিয়ার পক্ষ থেকে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও ভারপ্রাপ্ত হাইকমিশনকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

আয়োজনে প্রায় অর্ধ-শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক ও উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত শ্রমিকদের কয়েকজন জানান, তারা এ কর্মশালায় অংশ নিয়ে উপকৃত হয়েছেন এবং অন্যদেরকেও সচেতন হতে সহায়তা করবেন।

আরও দেখুন

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত: আব্বাস আরাঘচি

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত: আব্বাস আরাঘচি

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”

১১ ঘণ্টা আগে

আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”

২ দিন আগে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে নিহত ১, পুড়ে ছাই ৩০০ ঘর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে নিহত ১, পুড়ে ছাই ৩০০ ঘর

বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।

২ দিন আগে

ইরানে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত: টাইম ম্যাগাজিন

ইরানে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত: টাইম ম্যাগাজিন

এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

৩ দিন আগে