logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ আগস্ট ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে স্কুলে বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ঘটনাস্থল অ্যানানসিয়েশন গির্জায় একটি স্কুলও রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এই হামলার সময় গির্জাটি শিক্ষার্থীতে পরিপূর্ণ ছিল। আহত ১৭ জনের মধ্যে ১৪ জনই শিশু। তবে তারা সবাই বেঁচে যাবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান, বয়স ২৩ বছর। ঘটনাস্থলেই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে পুলিশ এই হামলার ঘটনাটি ফোন কলের মাধ্যমে জানতে পারে।

হামলাকারী গির্জার এক পাশ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র—একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল ব্যবহার করে জানালা দিয়ে কয়েক ডজন গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্মোক বোমাও উদ্ধার করেছে।

২০১৬ সালের একটি স্কুল নিউজলেটার থেকে জানা যায়, হামলাকারীর মা মেরি গ্রেস ওয়েস্টম্যান আগে এই স্কুলেই কাজ করতেন। ফেসবুকের একটি পোস্ট অনুযায়ী, তিনি ২০২১ সালে চাকরি থেকে অবসরে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে প্রার্থনা করুন।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে