logo
প্রবাসের খবর

র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরির বিচ্ছেদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরির বিচ্ছেদ
গ্র্যামিতে কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরি। ছবি: সংগৃহীত

র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও তাঁর স্ত্রী বিয়াঙ্কা সেনসরি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিনোদন ওয়েবসাইট টিএমজির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই দম্পতি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী ও পেশায় স্থপতি বিয়াঙ্কা সেনসরি বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন।

সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুমুল বিতর্ক ও সমালোচনার জন্ম দেন এই দম্পতি। লাল গালিচাবেষ্টিত মঞ্চে উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানইয়ের হাতে হাত রেখে ঘুরে বেড়ান বিয়াঙ্কা সেনসরি। তাঁর এই 'উদ্ভট' কাজের ছবি ও ভিডিও অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন, কানইয়ে (৪৭) তাঁর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এই 'ভাইরাল' কাজ করতে বাধ্য করেছেন।

এই কাণ্ড ঘটানোর অল্প কয়েক দিন পর সামাজিকমাধ্যম এক্সে দিনভর বিষোদগার প্রকাশ করেন নিজেকে 'ইয়ে' বলে পরিচয় দেওয়া এককালের তুমুল জনপ্রিয় এই র‍্যাপার।

তিনি নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন এবং জানান, স্ত্রীর ওপর 'কর্তৃত্ব' রয়েছে তাঁর।

‘তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে কিছু করতে বাধ্য করি না, কিন্তু আমার অনুমোদন না পেলে সে কখনোই সেটা করতে পারত না', বলেন কানইয়ে।

এক্সের এই পোস্ট লেখার সময় কোনো দাড়ি কমা দেননি কানইয়ে। সবগুলো ইংরেজি অক্ষর ছিল ক্যাপিটাল লেটারে লেখা, যা ইন্টারনেট ভব্যতায় 'চিৎকার' করার সমতূল্য।

গত সপ্তাহের শেষে কানইয়ে এক্সের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। তবে কানইয়ে নিজে বন্ধ করেছেন না কর্তৃপক্ষ বন্ধ করেছে, তা নিশ্চিত নয়।

এখানেই থামেনি কানইয়ের এ অদ্ভুত আচরণ। তার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট ছাড়া আর কিছু বিক্রি হচ্ছিল না।

ই-কমার্স সেবাদাতা শপিফাই জানিয়েছে, তারা কানইয়ের সাইটটি 'শর্ত লঙ্ঘনের' দায়ে বন্ধ করেছেন।

নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, কানইয়ের নাৎসি চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রির উদ্যোগে দিশেহারা হয়ে পড়েন বিয়াঙ্কা সেনসরি।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, 'এটা তাঁর সহ্যের সীমা ছাড়িয়ে যায়।’

'স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে পেরেক ঠুকে দেয়। সেনসরি কানইয়েকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না।’

'তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না। কানইয়ে বিশ্বাস করেন সেনসরি তাঁর কাছে ফিরে আসবে। তিনি বলছেন, তাঁর স্ত্রী রেগে আছেন', প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়।

তবে এই দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাসের বরাত দিয়ে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বিবাহ-বিচ্ছেদ তো দূরে থাক, বরং ভালোবাসা দিবস উদযাপন করতে ওই দম্পতি লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছে।

ইয়ান্নোপোলাস বলেন, 'কানইয়ে ও বিয়াঙ্কা সেনসরি লস অ্যাঞ্জেলসে ভ্যালেনটাইনস ডে উদযাপন করতে গেছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানানোর থাকলে তারা নিজেরাই সে বিষয়ে সরাসরি ঘোষণা দেবেন। অসমর্থিত সূত্রের ট্যাবলয়েড প্রেসের গুজবে কান দেওয়ার কিছু নেই।'

এর আগে বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন কানইয়ে। তিনি নিজেকে 'বিকলাঙ্গ' বলে দাবি করেন। এক সময় রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন কানইয়ে।

২০২২ সালে বিবাহ বিচ্ছেদ হয় কানইয়ে ও কিম কারদাশিয়ানের। তাদের ঘরে চার সন্তান রয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুমায়ূন আহমেদের রচনা থেকে বাছাই করা অংশের পাঠ। রোকেয়া আহমেদ, কাশফী আসমা আহমেদ ও মাজনুন মিজানের গ্রন্থনায় সাজানো এই পর্বে ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ও কবিতা পাঠে অংশ নেন বহু পাঠক-সাহিত্যপ্রেমী।

১৫ ঘণ্টা আগে

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুবার অনুষ্ঠিত হয়।

৩ দিন আগে

আরব আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলে ৪ দিনের ছুটি

আরব আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলে ৪ দিনের ছুটি

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি খাতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে বেতনসহ ছুটি পালন করা হবে। জাতীয় দিবসের ২ দিনের ছুটির আগে শনিবার-রোববারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা মোট চার দিনের ছুটি উপভোগ করবেন।

৩ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কুলগুলোতে ২ দিনের ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে স্কুলগুলোতে ২ দিনের ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ২ দিনের ছুটি পালন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।

৩ দিন আগে