বিডিজেন ডেস্ক
মসজিদে বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সম্প্রতি দেশটির ইসমালবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য মসজিদ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ মন্ত্রণালয়ের ইফতা কর্তৃপক্ষের ফতোয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কুয়েত সরকার।
ইফতা কর্তৃপক্ষের ফতোয়ায় বলা হয়, মসজিদগুলো পণ্য, পরিষেবা বা বাণিজ্যিক পণ্য প্রচারের জন্য ব্যবহার করা উচিত নয়। কারণ এই ধরনের কর্মকাণ্ড আধ্যাত্মিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এই নির্দেশের লক্ষ্য মসজিদগুলোর অখণ্ডতা রক্ষা করা এবং অপব্যবহার রোধ করা।
এরইমধ্যে কুয়েতের মসজিদগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যাতে এই ফতোয়া মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে কর্তৃপক্ষ ধর্মীয় কর্মকাণ্ডের জন্য তৈরি করা মসজিদগুলোকে বাণিজ্যিক প্রভাব থেকে মুক্ত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
কুয়েত সরকার জানায়, পবিত্র স্থানগুলোর পবিত্রতা লঙ্ঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদে বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সম্প্রতি দেশটির ইসমালবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য মসজিদ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ মন্ত্রণালয়ের ইফতা কর্তৃপক্ষের ফতোয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কুয়েত সরকার।
ইফতা কর্তৃপক্ষের ফতোয়ায় বলা হয়, মসজিদগুলো পণ্য, পরিষেবা বা বাণিজ্যিক পণ্য প্রচারের জন্য ব্যবহার করা উচিত নয়। কারণ এই ধরনের কর্মকাণ্ড আধ্যাত্মিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এই নির্দেশের লক্ষ্য মসজিদগুলোর অখণ্ডতা রক্ষা করা এবং অপব্যবহার রোধ করা।
এরইমধ্যে কুয়েতের মসজিদগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যাতে এই ফতোয়া মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে কর্তৃপক্ষ ধর্মীয় কর্মকাণ্ডের জন্য তৈরি করা মসজিদগুলোকে বাণিজ্যিক প্রভাব থেকে মুক্ত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
কুয়েত সরকার জানায়, পবিত্র স্থানগুলোর পবিত্রতা লঙ্ঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ৩ দিনের সফর শুরু হলো তাঁর। বিশ্লষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি।
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের আন্দোলনে যেসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল তাদের মধ্যে অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস বা এসএসএ। গতকাল সোমবার (১২ মে) গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল গনি কিকলি নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজধানী ত্রিপোলিসহ লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।
টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিরাট কোহলি। এক ইনস্টাগ্রাম বার্তায় তিনি টেস্ট থেকে আজ নিজের বিদায়ের কথা জানিয়েছেন। ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটার এখন থেকে শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলবেন।