logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের

প্রতিনিধি, কুয়ালালামপুর০৯ জানুয়ারি ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের
সভায় বক্তব্য দিচ্ছেন আইয়ুব ভূঁইয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’

1000021272

মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইয়ুব ভূঁইয়া বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’

সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর।

1000021254

যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।

কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।

সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।

আরও দেখুন

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

১৪ মিনিট আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

৩ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

৪ ঘণ্টা আগে

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

৪ দিন আগে