প্রতিনিধি, কুয়ালালামপুর
মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’
মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইয়ুব ভূঁইয়া বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’
সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর।
যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।
কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।
সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।
মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’
মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইয়ুব ভূঁইয়া বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’
সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর।
যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।
কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।
সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।
এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয় দেশের বাসিন্দারা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতে ১০ বছরের কম শিশুকে পার্ক করা গাড়িতে একা রেখে গেলে গাড়িচালককে ৫০০ দিনার জরিমানা বা কারাদণ্ডের শাস্তি দেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতকে এ তথ্য জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের সমন্বয় ও ফলোআপ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-সুভান।
কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন সাময়িকভাবে শিথিল করেছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ দফা ফোনালাপের পর তিনি কানাডার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক আগামী ৩০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন।