logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের

প্রতিনিধি, কুয়ালালামপুর০৯ জানুয়ারি ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের
সভায় বক্তব্য দিচ্ছেন আইয়ুব ভূঁইয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’

1000021272

মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইয়ুব ভূঁইয়া বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’

সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর।

1000021254

যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।

কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।

সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।

আরও দেখুন

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।

৩ ঘণ্টা আগে

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

১ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

৩ দিন আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

৩ দিন আগে