logo
প্রবাসের খবর

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ১ ও ২ অক্টোবর

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ দিন আগে
Copied!
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ১ ও ২ অক্টোবর

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করবেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি। এতে যোগ দেবেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকেরা।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হবে সিডনির ৬৬ গলবার্ন স্ট্রিটের মেসোনিক সেন্টার (Masonic Centre, 66 Goulburn Street, Sydney NSW 2000) প্রাঙ্গণে।

আয়োজকদের মতে, এই বিজনেস এক্সপো হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতার একটি টার্নিং পয়েন্ট। এর মূল লক্ষ্য—


* অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো
* গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সংযুক্ত হওয়া
* বিভিন্ন শিল্পখাতে সহযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা
* নতুন বাজারে ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করা
* বিশেষজ্ঞদের সেমিনারের মাধ্যমে বাজার অন্তর্দৃষ্টি অর্জন করা।

Australia-Bangladesh Business Expo 2



এই এক্সপোতে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে

  • টেক্সটাইল (সুতা, কাপড়, পোশাক)
    • চামড়া ও জুতা শিল্প
    • পাট ও পাটজাত পণ্য
    • রিসাইক্লিং পণ্য
    • শিক্ষা সেবা
    • খাদ্য ও মৌসুমি ফল
    • শিপিং ও প্যাকেজিং
    • কৃষি
    • হোম ফার্নিশিং
    • হস্তশিল্প

আয়োজক কমিটি আরও জানায়, এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এক্সপোতে অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন উন্মুক্ত রাখা হয়েছে। যোগাযোগ: ফোন: +৬১ ৪০২ ৬৯৫ ৫৭২। australiabangladeshbusinessforum.com

এ আয়োজনকে সহযোগিতা করছে—নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার; ইনভেস্টমেন্ট, নিউ সাউথ ওয়েলস; বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়; অস্ট্রেলিয়ার কমার্স; অস্ট্রেলিয়ান হাইকমিশন ঢাকা; গ্রেটার কাম্বারল্যান্ড চেম্বার অব কমার্স, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন চেম্বার অফ কমার্স, প্যারামাটা চেম্বার অব কমার্স, এমইউএসআইএডি সিডনি; অস্ট্রেলিয়ান মাল্টিজ চেম্বার অব কমার্স, লিভারপুল চেম্বার অব কমার্স, কর্নফুলি শিপ বিল্ডার্স ও ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ একাধিক অস্ট্রেলিয়ান ও বাংলাদেশি বাণিজ্যিক সংগঠন।

ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য এ আয়োজন হয়ে উঠবে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৫ দিন আগে