logo
প্রবাসের খবর

নতুন ১০ রুটে চালু হচ্ছে ইতিহাদের ফ্লাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
নতুন ১০ রুটে চালু হচ্ছে ইতিহাদের ফ্লাইট

দশটি নতুন রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। আগামী বছর থেকে এ ফ্লাইটগুলো চলাচল করবে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের জুলাই থেকে আটলান্টা (যুক্তরাষ্ট্র), তাইপেই (তাইওয়ান), মেদান (ইন্দোনেশিয়া), নম পেন (কম্বোডিয়া), ক্রাবি (থাইল্যান্ড), তিউনিস (তিউনিসিয়া), চিয়াং মাই (থাইল্যান্ড, হংকং (চীন), হ্যানয় (ভিয়েতনাম) এবং আলজিয়ার্স (আলজেরিয়া) রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উল্লেখিত দেশগুলো থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্যটক এবং মানুষের চলাচল বাড়ার কারণে নতুন এই ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

ইতিহাদের রাজস্ব ও বাণিজ্যিক কর্মকর্তা আরিক দে চিফ বলেন, ‘অনেকগুলো শহরের জন্য আমাদের সংযুক্ত আরব আমিরাত থেকে একমাত্র নন-স্টপ ফ্লাইট থাকবে।’

ইতিহাদের এয়ারওয়েজ গত বছর এক কোটির বেশি যাত্রী বহন করেছে। বর্তমানে ৯০টির বেশি রুটে সংস্থাটির ফ্লাইট চলাচল করছে।

ইতিহাদ এয়াওয়েজের প্রধান নির্বাহী আন্তোনাল্ডো নেভেস বলেন, ‘আমাদের কাছে ৯৫টি বিমান রয়েছে। আগামী বছর থেকে আরও ২০টি বিমান আমাদের বহরে যুক্ত হবে।’

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে