logo
প্রবাসের খবর

ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন
ছবি: সংগৃহীত

ওমানে প্রবাসী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে না এলে জরিমানা কিংবা মজুরি কর্তনের বিধান আরোপ করে নতুন একটি শ্রম আইন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

নতুন এই আইনের ফলে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অসাধুপায় অবলম্বন কিংবা কাজের সময়ে ঘুমিয়ে থাকাকে অন্যায় হিসেবে বিবেচনা করে জরিমানা আরোপ করতে পারবেন নিয়োগকর্তারা। একই অপরাধের পুনরাবৃত্তিতে কর্মীকে চাকরিচ্যুত করারও সুযোগ রয়েছে।

সম্প্রতি একট গেজেটের মাধ্যমে নতুন এই আইন করা হয়েছে।

নতুন এই আইনের ফলে যেসব নিয়োগকর্তার অধীনে ২৫ জন বা তার বেশি কর্মী কাজ করে তারা কর্মীর দায়িত্বে অবহেলার কারণে নিয়োগকর্তা সর্বোচ্চ ৫ দিনের মজুরি কর্তন বা সাময়িক বহিস্কার কিংবা গুরুতর অপরাধের জন্য কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর ৫০ বা তারও বেশি কর্মীর নিয়োগকর্তা কর্মীর একই অপরাধের জন্য এক দিনের মজুরির ২০ শতাংশ পর্যন্ত কর্তন করতে পারবেন।

আর কারণ ছাড়াই আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা দেরি করে কাজে যোগ দিলে কর্মীর ১ দিনের মজুরির অর্ধেক কেটে নেওয়া যাবে। আর মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধের জন্য সার্ভিস বেনিফিট ছাড়াই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন নিয়োগকর্তারা।

তবে কোনো জরিমানা আরোপ করার আগে নিয়োগকর্তাদের কর্মীদের লিখিতভাবে অবহিত করতে এবং কর্মীদের তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দিতে হবে।

শ্রম মন্ত্রণালয় বলেছে, সমস্ত প্রবিধানগুলো অবশ্যই কর্মক্ষেত্রের দৃশ্যমান এলাকায় আরবি ও ইংরেজি দুই ভাষায় স্পষ্টভাবে লিখে রাখতে হবে। যাতে সকল কর্মচারীরা নিয়ম ও জরিমানা সম্পর্কে সচেতন থাকেন। মন্ত্রণালয় আরও বলেছে, এই উদ্যোগটি বেসরকারি খাতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

সিদ্ধান্তটি ১৭ অক্টোবর জারি এবং ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

৪ দিন আগে