logo
প্রবাসের খবর

একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

শ্রমবাজারের চাহিদা মেটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈজ্ঞানিক কর্মসূচি প্রণয়ন ও একাডেমিক দক্ষতার ওপর গুরত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ড. নাদের আল-জালাল। সম্প্রতি কুয়েতের দ্য পাবলিক অথোরিটি ফর অ্যাপ্লাইড এডুকেশন অ্যান্ড ট্রেনিং (পিএইইটি) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর এই সফরের লক্ষ্য ছিল পিএএইটি-র কাজ, উন্নয়ন পরিকল্পনা এবং নতুন কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করা। তিনি কুয়েতের তরুণদের সুবিধার্থে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চলমান সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ড. আল-জালাল বলেন, পিএএইইটি প্রযুক্তিগত ও পেশাগতভাবে যোগ্য জাতীয় প্রতিভা খুঁজে বের করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ভিত্তি হিসাবে কাজ করে। পিএএইইটি শ্রম বাজারে দক্ষতা এবং দক্ষতা সরবরাহের জন্য নিবেদিত। এই প্রতিষ্ঠানটির ফলে কুয়েতের শিক্ষাগত ফলাফল এবং শ্রম বাজারের চাহিদার মধ্যে ব্যবধান হ্রাস পায়।

কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পিএএইটি-র প্রশংসা করেন। তিনি ২০৩৫ সালের মধ্যে নতুন কুয়েত তৈরির ভিশনকে সহায়তা করার জন্য কর্মসংস্থানের সুযোগের সঙ্গে পিএএইটি-র একাডেমিক বিষয়গুলোকে সংযুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন।

বৈঠক চলাকালীন, পিএইটি-র মহাপরিচালক ড. হাসান আল-ফাজ্জাম পিএইটি প্রতিষ্ঠার পর থেকে এর প্রশিক্ষণ এবং প্রশাসনিক সাফল্যের ওপর আলোকপাত করেন।তিনি শ্রম বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একাডেমিক প্রোগ্রাম তৈরির প্রতিশ্রুতিও দেন।

বৈঠক শেষে কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পিএইটি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশে টেকসই উন্নয়ন চালাতে সক্ষম একটি দক্ষ জাতীয় কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে পিএএইটির সাফল্য কামনা করেন। এ জন্য নিয়মিত বৈঠক করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

৪ দিন আগে