logo
প্রবাসের খবর

একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

শ্রমবাজারের চাহিদা মেটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈজ্ঞানিক কর্মসূচি প্রণয়ন ও একাডেমিক দক্ষতার ওপর গুরত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ড. নাদের আল-জালাল। সম্প্রতি কুয়েতের দ্য পাবলিক অথোরিটি ফর অ্যাপ্লাইড এডুকেশন অ্যান্ড ট্রেনিং (পিএইইটি) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর এই সফরের লক্ষ্য ছিল পিএএইটি-র কাজ, উন্নয়ন পরিকল্পনা এবং নতুন কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করা। তিনি কুয়েতের তরুণদের সুবিধার্থে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চলমান সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ড. আল-জালাল বলেন, পিএএইইটি প্রযুক্তিগত ও পেশাগতভাবে যোগ্য জাতীয় প্রতিভা খুঁজে বের করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ভিত্তি হিসাবে কাজ করে। পিএএইইটি শ্রম বাজারে দক্ষতা এবং দক্ষতা সরবরাহের জন্য নিবেদিত। এই প্রতিষ্ঠানটির ফলে কুয়েতের শিক্ষাগত ফলাফল এবং শ্রম বাজারের চাহিদার মধ্যে ব্যবধান হ্রাস পায়।

কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পিএএইটি-র প্রশংসা করেন। তিনি ২০৩৫ সালের মধ্যে নতুন কুয়েত তৈরির ভিশনকে সহায়তা করার জন্য কর্মসংস্থানের সুযোগের সঙ্গে পিএএইটি-র একাডেমিক বিষয়গুলোকে সংযুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন।

বৈঠক চলাকালীন, পিএইটি-র মহাপরিচালক ড. হাসান আল-ফাজ্জাম পিএইটি প্রতিষ্ঠার পর থেকে এর প্রশিক্ষণ এবং প্রশাসনিক সাফল্যের ওপর আলোকপাত করেন।তিনি শ্রম বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একাডেমিক প্রোগ্রাম তৈরির প্রতিশ্রুতিও দেন।

বৈঠক শেষে কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পিএইটি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশে টেকসই উন্নয়ন চালাতে সক্ষম একটি দক্ষ জাতীয় কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে পিএএইটির সাফল্য কামনা করেন। এ জন্য নিয়মিত বৈঠক করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

আরও দেখুন

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

১৪ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

২ দিন আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

৩ দিন আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

৩ দিন আগে