logo
প্রবাসের খবর

একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
একাডেমিক দক্ষতার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা মেটানোর আহ্বান কুয়েতের মন্ত্রীর

শ্রমবাজারের চাহিদা মেটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈজ্ঞানিক কর্মসূচি প্রণয়ন ও একাডেমিক দক্ষতার ওপর গুরত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ড. নাদের আল-জালাল। সম্প্রতি কুয়েতের দ্য পাবলিক অথোরিটি ফর অ্যাপ্লাইড এডুকেশন অ্যান্ড ট্রেনিং (পিএইইটি) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর এই সফরের লক্ষ্য ছিল পিএএইটি-র কাজ, উন্নয়ন পরিকল্পনা এবং নতুন কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করা। তিনি কুয়েতের তরুণদের সুবিধার্থে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চলমান সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ড. আল-জালাল বলেন, পিএএইইটি প্রযুক্তিগত ও পেশাগতভাবে যোগ্য জাতীয় প্রতিভা খুঁজে বের করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ভিত্তি হিসাবে কাজ করে। পিএএইইটি শ্রম বাজারে দক্ষতা এবং দক্ষতা সরবরাহের জন্য নিবেদিত। এই প্রতিষ্ঠানটির ফলে কুয়েতের শিক্ষাগত ফলাফল এবং শ্রম বাজারের চাহিদার মধ্যে ব্যবধান হ্রাস পায়।

কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পিএএইটি-র প্রশংসা করেন। তিনি ২০৩৫ সালের মধ্যে নতুন কুয়েত তৈরির ভিশনকে সহায়তা করার জন্য কর্মসংস্থানের সুযোগের সঙ্গে পিএএইটি-র একাডেমিক বিষয়গুলোকে সংযুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন।

বৈঠক চলাকালীন, পিএইটি-র মহাপরিচালক ড. হাসান আল-ফাজ্জাম পিএইটি প্রতিষ্ঠার পর থেকে এর প্রশিক্ষণ এবং প্রশাসনিক সাফল্যের ওপর আলোকপাত করেন।তিনি শ্রম বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একাডেমিক প্রোগ্রাম তৈরির প্রতিশ্রুতিও দেন।

বৈঠক শেষে কুয়েতের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পিএইটি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশে টেকসই উন্নয়ন চালাতে সক্ষম একটি দক্ষ জাতীয় কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে পিএএইটির সাফল্য কামনা করেন। এ জন্য নিয়মিত বৈঠক করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে ২০২৪ সালে রেকর্ড ১২ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করেছে। যা এর আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। সৌদির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়ছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

১৩ ঘণ্টা আগে

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।

১ দিন আগে

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই প্রতীক অনুমোদন করেছেন। স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

২ দিন আগে