বিডিজেন ডেস্ক
হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং অবিশ্বস্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে কুয়েতে। এ নিয়ে দেশটিতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল-সেয়াসাহের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
জনসাধারণের উদ্দেশে দেওয়া সতর্ক বার্তায় কুয়েত সরকার সম্প্রতি প্রতারণামূলক কার্যকলাপ বৃদ্ধির ঘটনা তুলে ধরেছে। কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রতারকরা অনিবন্ধিত নম্বর, ভুয়া কোম্পানি এবং সন্দেহজনক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করছে।
কুয়েত সরকার নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। সেইসঙ্গে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া অপরিচিত নম্বর বা উৎসা থেকে আসা লিঙ্কগুলোতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে কুয়েত সরকার। তাদের সঙ্গে জড়িত হওয়ার আগে সংস্থাগুলোর বৈধতা যাচাই করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়।
অত্যধিক আকর্ষণীয় অফার দ্বারা প্রলুব্ধ হওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত সরকার। পাশাপাশি ইন্টারনেটে প্রতারণার শিকার হওয়া থেকে নিজেদের রক্ষায় সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়েতি প্রশাসন।
হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং অবিশ্বস্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে কুয়েতে। এ নিয়ে দেশটিতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল-সেয়াসাহের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
জনসাধারণের উদ্দেশে দেওয়া সতর্ক বার্তায় কুয়েত সরকার সম্প্রতি প্রতারণামূলক কার্যকলাপ বৃদ্ধির ঘটনা তুলে ধরেছে। কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রতারকরা অনিবন্ধিত নম্বর, ভুয়া কোম্পানি এবং সন্দেহজনক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করছে।
কুয়েত সরকার নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। সেইসঙ্গে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া অপরিচিত নম্বর বা উৎসা থেকে আসা লিঙ্কগুলোতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে কুয়েত সরকার। তাদের সঙ্গে জড়িত হওয়ার আগে সংস্থাগুলোর বৈধতা যাচাই করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়।
অত্যধিক আকর্ষণীয় অফার দ্বারা প্রলুব্ধ হওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত সরকার। পাশাপাশি ইন্টারনেটে প্রতারণার শিকার হওয়া থেকে নিজেদের রক্ষায় সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়েতি প্রশাসন।
অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।