
বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
১ দিন আগে