
বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ
২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।
সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।
সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।
১৫ ঘণ্টা আগে