
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা উপাসনালয়ে অশালীন আচরণ করলে একজন ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড বা ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন।
বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও অশালীন ব্যবহার থেকে ব্যক্তিদের রক্ষা করতে সৌদি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই বিধান। একটি নিরাদপ পরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় বিবৃতিতে।
কর্তৃপক্ষ সকলকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জায়গায় সম্মান ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সেইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, সামাজিক কল্যাণ এবং ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

সৌদি আরবে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা উপাসনালয়ে অশালীন আচরণ করলে একজন ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড বা ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন।
বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও অশালীন ব্যবহার থেকে ব্যক্তিদের রক্ষা করতে সৌদি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই বিধান। একটি নিরাদপ পরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় বিবৃতিতে।
কর্তৃপক্ষ সকলকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জায়গায় সম্মান ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সেইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, সামাজিক কল্যাণ এবং ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।