logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় নিরাপদ সড়ক প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি শিক্ষার্থীরা

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৪ অক্টোবর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় নিরাপদ সড়ক প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি শিক্ষার্থীরা

মালয়েশিয়ায় 'শেল মালয়েশিয়া' আয়োজিত সড়ক নিরাপত্তায় প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার জিতেছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল। 'শেল সেলামাত সামপাই ভার্সিটি চ্যালেঞ্জ ২০২৫ শিরোনামের এই প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে ১০ হাজার রিঙ্গিত (প্রায় ৩ লাখ টাকা) পুরস্কার জিতেছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল 'টিম সফট শেল ক্র্যাব'।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লক সিউ ফুক।

ShellSelamatSampai Varsity Challenge 2

চ্যাম্পিয়ন হওয়া দলটির সদস্যরা হলেন বাংলাদেশি শিক্ষার্থী সামিন সারওয়াত, তানহিম বিন জসিম, হুজাইফা সাওমান ও তানভীর আহমাদ। তারা মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

তাদের উদ্ভাবিত প্রজেক্ট কারবাডি (CarBuddy) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ। এটি চালকের চোখ ও মুখভঙ্গি বিশ্লেষণ করে মাইক্রো-স্লিপ দুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কবার্তা দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি চালু হলে বছরে বহু মানুষের জীবন রক্ষা এবং ৪ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত সাশ্রয় সম্ভব।

এই সাফল্যকে বাংলাদেশের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

ShellSelamatSampai Varsity Challenge 3

টিম সফট শেল ক্র্যাব ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস), ইউসিএসআই, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) শিক্ষার্থীদের সঙ্গে।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লক সিউ ফুক সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিচারকমণ্ডলিতে ছিলেন শেল মালয়েশিয়া, মালয়েশিয়া সরকারের সড়ক পরিবহন বিভাগ ও মালয়েশিয়ান ইনস্টিটিউট অব রোড সেফটি রিসার্চের (এমআইআরওএস) শীর্ষ কর্মকর্তারা।

ShellSelamatSampai Varsity Challenge 1

দলটির সদস্যরা জানিয়েছেন, 'শেলের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমাদের চিন্তার ধরণ বদলে দিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রকল্প শুধু মালয়েশিয়াতেই নয়, বাংলাদেশসহ অন্য দেশেও সড়ক দুর্ঘটনা কমাতে বাস্তব ভূমিকা রাখতে পারবে।'

বাংলাদেশের সড়ক দুর্ঘটনার উচ্চহার বিবেচনা করলে কারবাডির মতো প্রযুক্তি দেশে চালু হলে তা একটি বড় পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য , শিক্ষার্থীদের উদ্ভাবনী সমাধান উৎসাহিত করতে সেলের উদ্যোগে এই ভার্সিটি চ্যালেঞ্জ চালু হয় ২০১৭ সালে।

এবারের আসরে বাংলাদেশি শিক্ষার্থীদের এই জয়কে ভবিষ্যতে দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

১৫ ঘণ্টা আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

২ দিন আগে

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।

২ দিন আগে