logo
প্রবাসের খবর

সংস্কারের পর পুরোদমে চালু হয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ অক্টোবর ২০২৪
Copied!
সংস্কারের পর পুরোদমে চালু হয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের আগে সংস্কার শেষ করে পুনরায় চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম বিমানবন্দর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে।

সর্বশেষ এ প্রকল্পে বিমানবন্দরের উত্তর রানওয়ে আরও শক্তিশালী করা হয়েছে। রানওয়ে শক্তিশালী করার কাজে ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ২ লাখ ১০ হাজার টন অ্যাসফল্ট। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের তথ্য জানিয়েছে বিমানবন্দর পরিচালনা প্রতিষ্ঠান আবুধাবি এয়ারপোর্টস।

নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে গ্রাউন্ড ভিজিবিলিটি মনিটরিং সিস্টেম ও ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। এ ছাড়া, ১২ হাজারের বেশি হ্যালোজেন এয়ারফিল্ড লাইটের স্থলাভিষিক্ত হয়েছে এলইডি প্রযুক্তি।

কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা, নিখুঁত পরিচালনা ও টেকসই পরিবেশগত উন্নয়নের লক্ষ্যেই এই প্রযুক্তিগত উন্নয়ন।

আবুধাবি এয়ারপোর্টসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এলেনা সর্লিনি এ প্রকল্পের সাফল্যকে সূক্ষ্ম পরিকল্পনা ও শক্তিশালী অংশীদারত্বের ফল হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আকাশপথে চলাচলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিমানবন্দরের কার্যকারিতা বাড়াতে এ প্রকল্প সহায়তা করবে।’ ইউএইর বিমানবন্দরগুলো ২০২৪ সালের প্রথমার্ধে ২০২৩ সালের একই সময়ের তুলনায় যাত্রী চলাচলে ১৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি-জুনে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ১ কোটি ৩৭ লাখেরও বেশি যাত্রীকে স্বাগত জানিয়েছে, যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৮ শতাংশ বেশি।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, যাত্রী সংখ্যার এ বৃদ্ধি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে আবুধাবির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি আরব আমিরাতের অর্থনীতিতে পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও পড়ুন

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।

৮ ঘণ্টা আগে

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে  গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।

১১ ঘণ্টা আগে

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

১১ ঘণ্টা আগে