logo
প্রবাসের খবর

কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৮ ঘণ্টা আগে
Copied!
কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির হাওয়াল্লী প্রদেশ শাখা। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুয়েতের হিজিল অঞ্চলের এক রিসোর্টে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির হাওয়াল্লী প্রদেশ শাখার আহবায়ক শের আলী স্বপনের সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন ইকবাল হোসেন, আবদুল কাদের, আরিফুর রহমান ও জামান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুয়েত শাখার সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

1000015942

প্রধান বক্তা ছিলেন বিএনপির কুয়েত শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম।

বিশেষ অতিথি ছিলেন শওকত আলী, আবদুল কাদের মোল্লা, শেখ মোস্তফা কামাল, জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, সৈয়দ নওশাদ,  ইকবাল হোসেন, শাহজাহান সবুজ, আশফাকুল হক, মনির আহম্মেদ, নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘আমরা এই দল থেকে অনেক কিছু পেয়েছি। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দল আমাদের কখনো ক্ষমা করবে না। জিয়া পরিবারের কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। জিয়া পরিবার যদি এই দল থেকে বিতাড়িত হয়ে যেত তাহলে এই দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।’

1000015948

তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের আগামী নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির কুয়েত শাখার আমরা সবাই ঐক্যবদ্ধ। স্বৈরাচার আওয়ামী লীগ যাতে আর কখনো ফিরে আসতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।’

অন্য বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির কুয়েত শাখার কার্যক্রম পর্যালোচনা ও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। 

আরও পড়ুন

কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির হাওয়াল্লী প্রদেশ শাখা।

১৮ ঘণ্টা আগে

শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত থাইল্যান্ডের

শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত থাইল্যান্ডের

থাইল্যান্ডে শ্রম সংকট মোকাবিলায় বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রথম ধাপে শ্রীলঙ্কা থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকেও শ্রমিক নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের শ্রমবাজার।

২০ ঘণ্টা আগে

দুবাইয়ে হাটহাজারী সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

দুবাইয়ে হাটহাজারী সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হাটহাজারী সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জয়নাল আবেদীন নামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

১ দিন আগে