logo
প্রবাসের খবর

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৮ দিন আগে
Copied!
ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে
ছবি: সংগৃহীত

ক্রেতার দিক থেকে আইফোনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। অ্যাপল সাধারণত চীন থেকে আইফোন আমদানির ওপর বেশি নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় ভারত থেকে আইফোন আমদানি শুরু করেছে অ্যাপল। কারণ, ভারতে ট্রাম্পের শুল্কহার চীনের তুলনায় অনেব কম, মাত্র ২৬ শতাংশ।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত থেকে কয়েকটি কার্গো বিমানে ৬০০ টন আইফোন—অর্থাৎ প্রায় ১৫ লাখ ডিভাইস যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, এটি অ্যাপলের একটি গোপন কৌশলের অংশ। এর মাধ্যমে তারা ট্রাম্পের শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রে আইফোনের মজুত বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, অ্যাপল ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতে চেয়েছিল। তাই চীনকে বাদ দিয়ে তারা উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিয়েছে। এই লক্ষ্যে অ্যাপল ভারতের চেন্নাই বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টায় নামিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছে।

বিমানবন্দরে এমন ‘গ্রিন করিডোর’ ব্যবস্থা শুধু চীনের কিছু বিমানবন্দরে অ্যাপলের ব্যবহৃত মডেলের অনুকরণে তৈরি। একটি সূত্র ও একজন ভারতীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্চ থেকে ৬টি কার্গো জেট (প্রতিটির ধারণক্ষমতা ১০০ টন) চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে গেছে। এর মধ্যে একটি এই সপ্তাহে নতুন শুল্ক কার্যকর হওয়ার সময় গিয়েছে।

রয়টার্সের হিসাবে, একটি আইফোন-১৪ ও এর চার্জিং কেবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম। প্যাকেজিং বিবেচনায় ৬০০ টন ধারণক্ষমতার ৬টি কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন থাকতে পারে। অ্যাপল ও ভারতের বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এ ছাড়া, কিছু সূত্র কথা বললেও গোপনীয়তার কারণে পরিচয় প্রকাশ করেনি।

বিশ্বব্যাপী অ্যাপল বছরে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাবে, যুক্তরাষ্ট্রে আমদানি করা আইফোনের পঞ্চমাংশ এখন ভারত থেকে আসে, বাকিগুলো চীন থেকে। ট্রাম্প চীনের ওপর শুল্ক ৫৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন। ৫৪ শতাংশ হারে আইফোন-১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হতো। এতে যাতে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি ও ক্রেতাদের ওপর প্রভাব না পড়ে, তাই ভারতে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতে অ্যাপলের আইফোন উৎপাদনের কাজ করে ফক্সকন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভারতে অ্যাপলের উৎপাদন ২০ শতাংশ বাড়িয়েছে এবং বিমানের মাধ্যমে আমদানি করছে। এর জন্য শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং ফক্সকনের চেন্নাই কারখানায় রোববার ছুটির দিনেও কাজ চলছে। সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে, এই কারখানা গত বছর ২ কোটি আইফোন তৈরি করেছে, যার মধ্যে আইফোন ১৫ ও ১৬ মডেল রয়েছে।

চীনের বাইরে উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। ভারতে ফক্সকন ও টাটা তাদের দুই প্রধান সরবরাহকারী। এই দুই প্রতিষ্ঠান দেশটিতে মোট ৩টি কারখানা চালাচ্ছে এবং আরও ২টি নির্মাণাধীন। চেন্নাইয়ে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স স্থাপনেও পরিকল্পনা করেছে অ্যাপল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও অ্যাপলকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছে।

কাস্টমস ডেটা অনুযায়ী, গত জানুয়ারিতে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফক্সকনের আমদানি ছিল ৭৭০ মিলিয়ন ও ফেব্রুয়ারিতে ৬৪৩ মিলিয়ন ডলার, যা আগের চার মাসে ছিল মাত্র ১১০ থেকে ৩৩১ মিলিয়ন ডলার। আর এই ২ মাসে ৮৫ শতাংশের বেশি চালান গেছে শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে। তবে এসব বিষয়ে ফক্সকনের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

আরও পড়ুন

ডলার টপকে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রাশিয়ার রুবল

ডলার টপকে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রাশিয়ার রুবল

বিশ্বব্যাপী নানা আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যযুদ্ধের মাঝেও চমক দেখিয়েছে রাশিয়ার রুবল। বিশ্ব অর্থনীতির ঘূর্ণিপাকে যখন অধিকাংশ মুদ্রাই দুর্বল হয়েছে, তখন রুবলের উত্থান আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রাশিয়ার রুবল।

১৭ ঘণ্টা আগে

গাজা, সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল

গাজা, সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা এবং লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে।

১৭ ঘণ্টা আগে

ইউরোপে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় কঠিন হলো

ইউরোপে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় কঠিন হলো

নিরাপদ দেশের তালিকায় নতুন করে ৭টি দেশের নাম ঢুকিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এতে করে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) নেওয়ার সুযোগ কঠিন হলো।

১৯ ঘণ্টা আগে

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে হামাস

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে হামাস

ইসরায়েলের দেওয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল।

২ দিন আগে