
বিডিজেন ডেস্ক

বেসরকারি শিক্ষকদেরকে গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউনপ্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এমনটি জানান।
ওই পোস্টে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান লেখেন, বিশ্ব শিক্ষক দিবসে, আমরা দুবাইয়ের বেসরকারি শিক্ষা খাতে অসামান্য অবদান রাখা শিক্ষকদের গোল্ডেন ভিসা দেওয়ার নির্দেশনা জারি করছি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষকরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলে স্থানীয় স্পনসর ছাড়াই দেশটিতে কাজ, বসবাস বা অধ্যয়নের জন্য দীর্ঘমেয়াদে বসবাস করা যায়।
দক্ষ পেশাদারদের আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাত সরকার গোল্ডেন ভিসা চালু করেছিল।

বেসরকারি শিক্ষকদেরকে গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউনপ্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এমনটি জানান।
ওই পোস্টে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান লেখেন, বিশ্ব শিক্ষক দিবসে, আমরা দুবাইয়ের বেসরকারি শিক্ষা খাতে অসামান্য অবদান রাখা শিক্ষকদের গোল্ডেন ভিসা দেওয়ার নির্দেশনা জারি করছি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষকরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলে স্থানীয় স্পনসর ছাড়াই দেশটিতে কাজ, বসবাস বা অধ্যয়নের জন্য দীর্ঘমেয়াদে বসবাস করা যায়।
দক্ষ পেশাদারদের আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাত সরকার গোল্ডেন ভিসা চালু করেছিল।
মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।