বিডিজেন ডেস্ক
হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহার ঠেকাতে শাস্তি নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অন্যের কাছে বিক্রি করলে অথবা অপব্যবহার করলে তাঁকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সেইসঙ্গে পাঁচ বছরের কারদণ্ডের বিধানও রাখা হয়েছে।
সৌদির হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য নিবন্ধনের সময় ভুয়া তথ্য দিলে ১৫ হাজার রিয়াল জরিমানার কথা নতুন আইনে বলা হয়েছে।
নতুন আইনে আরও বলা হয়, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার জন্য আবেদনকারীকে তার নিজ দেশে ফেরত যাওয়ার খরচ মেটাতে ২ হাজার রিয়াল আর্থিক গ্যারান্টি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি থেকে থেকে চলে যাওয়ার প্রমাণ পাওয়ার পরে বা ভিসা বাতিল হলে জমা করা ওই অর্থ ফেরত দেওয়া হবে।
সম্প্রতি সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনা হয়। দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। যা ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।
এছাড়া এই ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েরই স্বাক্ষর থাকতে হবে।
সরকারের গৃহীত তৃতীয় সিদ্ধান্তটি হলো, বাইরের দেশের যেসব আগ্রহী লোকজন অস্থায়ী ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং সেই বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহার ঠেকাতে শাস্তি নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অন্যের কাছে বিক্রি করলে অথবা অপব্যবহার করলে তাঁকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সেইসঙ্গে পাঁচ বছরের কারদণ্ডের বিধানও রাখা হয়েছে।
সৌদির হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য নিবন্ধনের সময় ভুয়া তথ্য দিলে ১৫ হাজার রিয়াল জরিমানার কথা নতুন আইনে বলা হয়েছে।
নতুন আইনে আরও বলা হয়, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার জন্য আবেদনকারীকে তার নিজ দেশে ফেরত যাওয়ার খরচ মেটাতে ২ হাজার রিয়াল আর্থিক গ্যারান্টি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি থেকে থেকে চলে যাওয়ার প্রমাণ পাওয়ার পরে বা ভিসা বাতিল হলে জমা করা ওই অর্থ ফেরত দেওয়া হবে।
সম্প্রতি সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনা হয়। দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। যা ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।
এছাড়া এই ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েরই স্বাক্ষর থাকতে হবে।
সরকারের গৃহীত তৃতীয় সিদ্ধান্তটি হলো, বাইরের দেশের যেসব আগ্রহী লোকজন অস্থায়ী ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং সেই বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।