logo
প্রবাসের খবর

হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহারে জেল-জরিমানার বিধান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহারে জেল-জরিমানার বিধান
এক সপ্তাহে সৌদি আরবে ২২ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহার ঠেকাতে শাস্তি নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অন্যের কাছে বিক্রি করলে অথবা অপব্যবহার করলে তাঁকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সেইসঙ্গে পাঁচ বছরের কারদণ্ডের বিধানও রাখা হয়েছে।

সৌদির হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য নিবন্ধনের সময় ভুয়া তথ্য দিলে ১৫ হাজার রিয়াল জরিমানার কথা নতুন আইনে বলা হয়েছে।

নতুন আইনে আরও বলা হয়, হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার জন্য আবেদনকারীকে তার নিজ দেশে ফেরত যাওয়ার খরচ মেটাতে ২ হাজার রিয়াল আর্থিক গ্যারান্টি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি থেকে থেকে চলে যাওয়ার প্রমাণ পাওয়ার পরে বা ভিসা বাতিল হলে জমা করা ওই অর্থ ফেরত দেওয়া হবে।

সম্প্রতি সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনা হয়। দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। যা ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।

এছাড়া এই ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েরই স্বাক্ষর থাকতে হবে।

সরকারের গৃহীত তৃতীয় সিদ্ধান্তটি হলো, বাইরের দেশের যেসব আগ্রহী লোকজন অস্থায়ী ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং সেই বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও দেখুন

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

১৪ ঘণ্টা আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

১৭ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

১৮ ঘণ্টা আগে

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

৪ দিন আগে