বিডিজেন ডেস্ক
সদস্যদের সুবিধা দিতে নতুন অংশীদারিত্বের ঘোষণা করল কাতারের রাষ্ট্রীয় এয়ারলাইন কাতার এয়ারওয়েজের প্রিভিলেজ ক্লাব ও কাতার এক্সিকিউটিভ।
এর মাধ্যমে কাতার এয়ারওয়েজের প্রিভিলেজ ক্লাবের সদস্য এবং কাতার এক্সিকিউটিভের চার্টার্ড ফ্লাইটে অ্যাভিওস (বিশেষ মুদ্রা) সংগ্রহ এবং ব্যয় করার সুযোগ পাবে।
কাতার এক্সিকিউটিভে সরাসরি বুকিং করে সদস্যরা প্রতি এক মার্কিন ডলার ব্যয়ের জন্য চারটি এভিও সংগ্রহ করতে পারে। সদস্যরা কাতার এক্সিকিউটিভ ফ্লাইটে এই অ্যাভিওস সম্পূর্ণ নগদ অর্থ হিসেবে ভাঙিয়ে ব্যবহার করতে পারবেন।
কাতার এয়ারওয়েজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থমাস ভাদাকেদাথ বলেন, যে সদস্যরা ব্যক্তিগত চার্টারে স্বাচ্ছন্দ্যে উড়তে পছন্দ করেন তারা এখন কাতার এক্সিকিউটিভে বুকিং করে অ্যাভিওস সংগ্রহ করতে পারেন। সদস্যরা এখন কাতার এক্সিকিউটিভের বিলাসিতা উপভোগ করতে পারবেন। আমরা এই ফলপ্রসূ সহযোগিতা থেকে উপকৃত হওয়ার অপেক্ষায় রয়েছি।
কাতারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল ট্রেভর এসলিং বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো কাতার এয়ারওয়েজ গ্রুপের মধ্যে আরও সমন্বয় তৈরি করার পাশাপাশি আমাদের বিশ্বস্ত যাত্রীদের পুরস্কৃত করা।
সদস্যদের সুবিধা দিতে নতুন অংশীদারিত্বের ঘোষণা করল কাতারের রাষ্ট্রীয় এয়ারলাইন কাতার এয়ারওয়েজের প্রিভিলেজ ক্লাব ও কাতার এক্সিকিউটিভ।
এর মাধ্যমে কাতার এয়ারওয়েজের প্রিভিলেজ ক্লাবের সদস্য এবং কাতার এক্সিকিউটিভের চার্টার্ড ফ্লাইটে অ্যাভিওস (বিশেষ মুদ্রা) সংগ্রহ এবং ব্যয় করার সুযোগ পাবে।
কাতার এক্সিকিউটিভে সরাসরি বুকিং করে সদস্যরা প্রতি এক মার্কিন ডলার ব্যয়ের জন্য চারটি এভিও সংগ্রহ করতে পারে। সদস্যরা কাতার এক্সিকিউটিভ ফ্লাইটে এই অ্যাভিওস সম্পূর্ণ নগদ অর্থ হিসেবে ভাঙিয়ে ব্যবহার করতে পারবেন।
কাতার এয়ারওয়েজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থমাস ভাদাকেদাথ বলেন, যে সদস্যরা ব্যক্তিগত চার্টারে স্বাচ্ছন্দ্যে উড়তে পছন্দ করেন তারা এখন কাতার এক্সিকিউটিভে বুকিং করে অ্যাভিওস সংগ্রহ করতে পারেন। সদস্যরা এখন কাতার এক্সিকিউটিভের বিলাসিতা উপভোগ করতে পারবেন। আমরা এই ফলপ্রসূ সহযোগিতা থেকে উপকৃত হওয়ার অপেক্ষায় রয়েছি।
কাতারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল ট্রেভর এসলিং বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো কাতার এয়ারওয়েজ গ্রুপের মধ্যে আরও সমন্বয় তৈরি করার পাশাপাশি আমাদের বিশ্বস্ত যাত্রীদের পুরস্কৃত করা।
এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।