

বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে এক প্রবাসী বাংলাদেশি বিগ টিকিটের ‘বিগ উইন’ প্রতিযোগিতায় ১ লাখ ৫০ হাজার দিরহামের শীর্ষ পুরস্কার জিতেছেন।
খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
বিজয়ী প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ইন-স্টোর থেকে কেনা টিকিট নম্বর ০০৬২০৮ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সিরিজ ২৮০–এর লাইভ ড্রতে দারুণ পারফরম্যান্স দেখান এবং নিখুঁতভাবে ‘হায়ার অর লোয়ার’ গেমটি সম্পন্ন করে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন।
আত্মবিশ্বাসে ভরপুর ইলিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই শুভাকাঙ্ক্ষীদের কাছে জয়ের জন্য দোয়া চেয়েছিলেন। তার পূর্বাভাস সত্যি হয়ে গেছে।
“আমি পুরস্কারের টাকা ২০ জনের একটি গ্রুপের সঙ্গে ভাগ করে নেব,” জয়ের পর আনন্দিত ইলিয়াস বলেন।
বিগ উইন প্রতিযোগিতার নতুন মোড়ে থাকে ৮টি লুকানো সংখ্যার কার্ড। চারজন প্রতিযোগীকে লাইভ ড্র-এ বেছে নেওয়া হয় এবং তাদের প্রত্যেককে পরবর্তী কার্ড আগের কার্ডের তুলনায় বড় নাকি ছোট হবে তা অনুমান করতে হয়। খেলা শুরু হয় ৫০ হাজার দিরহাম দিয়ে এবং প্রত্যেক অংশগ্রহণকারী যেকোনো পর্যায়েই কিছু না কিছু নগদ পুরস্কার নিশ্চিতভাবে পান।
ইলিয়াসের খেলা শুরু হয় ভাগ্যবান প্রথম কার্ড নম্বর ‘৮’ দিয়ে, যা তার প্রথম অনুমানটিকে সহজ করে তোলে; পরের কার্ডটি অবশ্যই ছোট হবে। পরের কার্ডে আসে সংখ্যাটি ৫, আর তাতেই তার পুরস্কার বেড়ে দাঁড়ায় ৯০ হাজার দিরহাম। এরপর তিনি নিখুঁতভাবে কার্ডগুলোর ধারাবাহিকতা—৩, ৭, ১, ৪, ৬, ২—অনুমান করে পুরো ১ লাখ ৫০ হাজার দিরহাম নিশ্চিত করেন।
“আমি খুবই খুশি। ধন্যবাদ,” পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত ইলিয়াস বলেন।

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে এক প্রবাসী বাংলাদেশি বিগ টিকিটের ‘বিগ উইন’ প্রতিযোগিতায় ১ লাখ ৫০ হাজার দিরহামের শীর্ষ পুরস্কার জিতেছেন।
খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
বিজয়ী প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ইন-স্টোর থেকে কেনা টিকিট নম্বর ০০৬২০৮ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সিরিজ ২৮০–এর লাইভ ড্রতে দারুণ পারফরম্যান্স দেখান এবং নিখুঁতভাবে ‘হায়ার অর লোয়ার’ গেমটি সম্পন্ন করে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন।
আত্মবিশ্বাসে ভরপুর ইলিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই শুভাকাঙ্ক্ষীদের কাছে জয়ের জন্য দোয়া চেয়েছিলেন। তার পূর্বাভাস সত্যি হয়ে গেছে।
“আমি পুরস্কারের টাকা ২০ জনের একটি গ্রুপের সঙ্গে ভাগ করে নেব,” জয়ের পর আনন্দিত ইলিয়াস বলেন।
বিগ উইন প্রতিযোগিতার নতুন মোড়ে থাকে ৮টি লুকানো সংখ্যার কার্ড। চারজন প্রতিযোগীকে লাইভ ড্র-এ বেছে নেওয়া হয় এবং তাদের প্রত্যেককে পরবর্তী কার্ড আগের কার্ডের তুলনায় বড় নাকি ছোট হবে তা অনুমান করতে হয়। খেলা শুরু হয় ৫০ হাজার দিরহাম দিয়ে এবং প্রত্যেক অংশগ্রহণকারী যেকোনো পর্যায়েই কিছু না কিছু নগদ পুরস্কার নিশ্চিতভাবে পান।
ইলিয়াসের খেলা শুরু হয় ভাগ্যবান প্রথম কার্ড নম্বর ‘৮’ দিয়ে, যা তার প্রথম অনুমানটিকে সহজ করে তোলে; পরের কার্ডটি অবশ্যই ছোট হবে। পরের কার্ডে আসে সংখ্যাটি ৫, আর তাতেই তার পুরস্কার বেড়ে দাঁড়ায় ৯০ হাজার দিরহাম। এরপর তিনি নিখুঁতভাবে কার্ডগুলোর ধারাবাহিকতা—৩, ৭, ১, ৪, ৬, ২—অনুমান করে পুরো ১ লাখ ৫০ হাজার দিরহাম নিশ্চিত করেন।
“আমি খুবই খুশি। ধন্যবাদ,” পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত ইলিয়াস বলেন।
আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মিলনমেলা ফোবানা সম্মেলন। ২০২৬ সালে ফোবানার সম্মেলন ৪০তম বর্ষে পদার্পণ করবে।
বিজয়ী প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ইন-স্টোর থেকে কেনা টিকিট নম্বর ০০৬২০৮ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সিরিজ ২৮০–এর লাইভ ড্রতে দারুণ পারফরম্যান্স দেখান এবং নিখুঁতভাবে ‘হায়ার অর লোয়ার’ গেমটি সম্পন্ন করে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন।
কুয়েতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের আয়োজনে বাংলাদেশি ডাক্তার ও নার্সরা ক্যাম্পে সেবা প্রদান করেন।
হাইকমিশন জানায়, এ মেলাটি এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ, নতুন সংযোগ সৃষ্টি এবং অর্থনীতি ও অভিন্ন সংস্কৃতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান উদ্যাপনের এক অসাধারণ সুযোগ।