
বিডিজেন ডেস্ক

দুবাইয়ে এ সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে সোনার দামের উত্থান অব্যাহত ছিল। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনের শুরুতে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এ সপ্তাহে প্রথম ব্যবসায়িক দিনের শুরুতে (সকাল ৯টায়) ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১ দিরহাম বেড়ে ৩১৮ দিরহাম ৫০ ফিল হয়েছে৷ সেপ্টেম্বরেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৬ দিরহামের বেশি বেড়েছে।
এ ছাড়া, একই সময় ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা ২৯৪ দিরহাম ৭৫ ফিল, ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৮৫ দিরহাম ৫০ ফিল এবং ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২৪৪ দিরহাম ৫০ ফিল দামের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোয় গত সপ্তাহ থেকে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা ২ হাজার ৬০০ ডলারের (ইউএস) বেশি দামে কেনাবেচা হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে মূল্যবান এ ধাতুর দাম প্রতি আউন্সে ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৬২৭ ডলার ৮৬ সেন্টে বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমানো এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে গত কয়েক দিন ধরে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
সূত্র: খালিজ টাইমস।

দুবাইয়ে এ সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে সোনার দামের উত্থান অব্যাহত ছিল। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনের শুরুতে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এ সপ্তাহে প্রথম ব্যবসায়িক দিনের শুরুতে (সকাল ৯টায়) ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১ দিরহাম বেড়ে ৩১৮ দিরহাম ৫০ ফিল হয়েছে৷ সেপ্টেম্বরেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৬ দিরহামের বেশি বেড়েছে।
এ ছাড়া, একই সময় ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা ২৯৪ দিরহাম ৭৫ ফিল, ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৮৫ দিরহাম ৫০ ফিল এবং ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২৪৪ দিরহাম ৫০ ফিল দামের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোয় গত সপ্তাহ থেকে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা ২ হাজার ৬০০ ডলারের (ইউএস) বেশি দামে কেনাবেচা হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে মূল্যবান এ ধাতুর দাম প্রতি আউন্সে ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৬২৭ ডলার ৮৬ সেন্টে বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমানো এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে গত কয়েক দিন ধরে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
সূত্র: খালিজ টাইমস।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে গানের পাশাপাশি সলিল চৌধুরীর ভাবনা, দর্শন ও সৃজনযাত্রা নতুনভাবে ধরা দেয় শ্রোতা–দর্শকদের সামনে।
কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকীর আনন্দ–আড্ডায় তার কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা। সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান।
১৯৯৪ সালে ‘প্রবাস’ নামে যে সংগঠনটির জন্ম, কালের পরিক্রমায় সেই সংগঠন আজ বাংলাদেশ ক্লাব, জেনেভা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিকে সুইজারল্যান্ডে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে।