logo
প্রবাসের খবর

থিম পার্ক ‘ড্রাগন বল’ নির্মাণ করছে সৌদি আরব

জাপানের বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল’–এর ওপর ভিত্তি করে সৌদি আরবে প্রথম থিম পার্ক নির্মাণ করার কথা ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
থিম পার্ক ‘ড্রাগন বল’ নির্মাণ করছে সৌদি আরব
থিম পার্ক ‘ড্রাগন বল’। ছবি: কিদিয়ার এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

জাপানের বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল’–এর ওপর ভিত্তি করে সৌদি আরবে প্রথম থিম পার্ক নির্মাণ করার কথা ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এ থিম পার্ক নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানিয়েছে, পার্কটির বিভিন্ন বৈশিষ্ট্যের অন্যতম, এটির কেন্দ্রে ৭০ মিটারের (২২৯ দশমিক ৬ ফুট) ‘ড্রাগন’ ও অন্তত ৩০টি রাইড।

জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের আলোকে কোনো থিম পার্ক নির্মাণের এমন প্রকল্প বিশ্বে এটিই প্রথম।

কাদিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির (কিউআইসি) তথ্য অনুযায়ী, পাঁচ লাখ বর্গমিটার স্থানজুড়ে নির্মাণ করা হবে থিম পার্কটি। এর সম্পূর্ণ অর্থায়ন করবে সৌদি আরব সরকার।

‘ড্রাগন বল’-এর জাপানি নির্মাতাপ্রতিষ্ঠান টোয়েই অ্যানিমেশন ও কিউআইসির মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারির অংশ হিসেবে থিম পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

থিম পার্ক ‘ড্রাগন বল’–এর অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য, পার্কে বিশাল আকারের ড্রাগন স্থাপনার ভেতরেও থাকবে একটি রোলার কোস্টার।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে নির্মাণাধীন অন্যতম বড় বিনোদন ও পর্যটন প্রকল্প হলো ‘কাদিয়া’। তেলনির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে এনে তা বহুমুখী করার সৌদি পরিকল্পনারই একটি অংশ এ প্রকল্প।

‘ড্রাগন বল’ সিরিজের ভক্তরা সৌদি আরবের এ পরিকল্পনাকে স্বাগত জানালেও এ ঘোষণার সমালোচনা করেছেন কেউ কেউ। এ ক্ষেত্রে দেশটির মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমালোচকেরা সৌদি আরবের মতো একটি দেশে এ ধরনের পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে অভিযোগ করে থাকে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। দেশটিতে এলজিবিটিকিউর অধিকার স্বীকৃত নয়।

‘ড্রাগন বল’ সিরিজের রচয়িতা আকিরা তোরিয়ামার মৃত্যুর কয়েক দিন পর ওই থিম পার্ক নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে সৌদি আরব।

ড্রাগন বলের ওয়েবসাইটে বলা হয়েছে, তোরিয়ামা ১ মার্চ মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিবারের সদস্যরা ও খুব অল্প কয়েকজন বন্ধু অংশ নেন।

কমিক সিরিজ ‘ড্রাগন বল’–এর যাত্রা শুরু ১৯৮৪ সালে। নিজেকে ‘সুপার পাওয়ারের’ অধিকারী করতে ‘জাদুকরি ড্রাগন বল’ সংগ্রহে সন গোকু নামের একটি ছেলের চেষ্টাকে ঘিরে সিরিজটির কাহিনি রচিত। জাপানে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ও আকর্ষণীয় কমিক সিরিজ এটি।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।