logo
প্রবাসের খবর

সৌদি আরবের সাবেক জননিরাপত্তা পরিচালক দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদি আরবের সাবেক জননিরাপত্তা পরিচালক দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত

সৌদি আরবের সাবেক জননিরাপত্তা মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল খালেদ বিন কারার আল-হারবি ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০ সেপ্টেম্বর (শুক্রবার) এ ঘোষণা দিয়েছে।

চূড়ান্ত রায়ে তাঁকে ২০ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং আত্মসাৎকৃত তহবিল ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে রাজকীয় আদেশের উল্লেখ করে বলা হয়েছে, তদন্তের স্বার্থে আল-হারবিকে চাকরি থেকে বরখাস্ত করে অবসর দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু এবং তাঁকে ফৌজদারি পদ্ধতির ব্যবস্থার অধীনে উপযুক্ত আদালতে রেফার করেছে।

আল-হারবির বিরুদ্ধে চূড়ান্ত একটি রায় জারি করা হয়েছে। তাঁর দুটি অপরাধ নিশ্চিত হয়েছে; ঘুষ ও জালিয়াতি। তাঁকে ১০ বছরের কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

তিনি সরকারি ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, সরকারি চুক্তিতে জড়িত থাকা এবং সরকারি তহবিল আত্মসাৎ করার জন্যও দোষী সাব্যস্ত হন। এই অপরাধের জন্য তিনি অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। এ ছাড়া, তিনি যে অর্থ (মোট ১ কোটি ৮৪ হাজার ৩০৩ সৌদি রিয়াল) ঘুষ নিয়েছেন তা বাজেয়াপ্ত করে কোষাগারে জমা করা হয়েছে।

উপরন্তু, আল-হারবিকে আত্মসাৎকৃত ২৮ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘুষ হিসেবে তাঁর আত্মীয়দের দেওয়া ১ লাখ ৭৫ হাজার সৌদি রিয়ালের উপঢৌকন এবং অন্য আর্থিক সাহায্যও বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে এই অপরাধের মাধ্যমে তাঁর প্রাপ্ত দুটি কৃষি জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া, তাঁকে এই অপরাধ থেকে অর্জিত আরও ৫ লাখ ৮৪ হাজার সৌদি রিয়াল কোষাগারে ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, জনসাধারণের তহবিল রক্ষা, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং যারা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ক্ষমতা অপব্যবহার ও জনস্বার্থের ক্ষতি করে তাদের থেকে সমাজকে রক্ষা করার জন্য সৌদি সরকার অঙ্গিকারাবদ্ধ। অবস্থান বা অবস্থান নির্বিশেষে আইনি ব্যবস্থা লঙ্ঘনকারীদের ওপর প্রয়োগ করা হবে।

সূত্র: আশরাক আল আওসাত

আরও পড়ুন

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।

৭ ঘণ্টা আগে

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে  গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।

১১ ঘণ্টা আগে

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

১১ ঘণ্টা আগে