বিডিজেন ডেস্ক
অস্ট্রেলিয়ায় বিদ্যমান ইসলামবিদ্বেষ মোকাবিলায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
জাতিসংঘের মুসলিমবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক আফতাব মালিককে অস্ট্রেলিয়া সরকারের প্রথম ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় জানান প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
গত জুলাই মাসে জিলিয়ান সেগালকে ইহুদিবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তিন মাস পর এবার ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত নিয়োগ দিল অস্ট্রেলিয়ার সরকার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, অভিবাসন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী টনি বার্কের সঙ্গে এক যৌথ বিবৃতিতে অ্যালবানিজ বলেন, বিশেষ দূত মুসলিম সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় বৈষম্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের সঙ্গে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোত্তম উপায় নিয়ে কাজ করবেন।
আগামী ১৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন মালিক। তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং মন্ত্রী টনি বার্ককে রিপোর্ট করবেন তিনি।
যুক্তরাজ্যে পাকিস্তানি বাবা–মার ঘরে জন্মগ্রহণের পর ২০১২ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মালিক। সেখানে তিনি নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকারের সংহতি প্রচার এবং ঘৃণা ও চরমপন্থা মোকাবিলায় কাজ করেছেন।
অস্ট্রেলিয়ায় বিদ্যমান ইসলামবিদ্বেষ মোকাবিলায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
জাতিসংঘের মুসলিমবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক আফতাব মালিককে অস্ট্রেলিয়া সরকারের প্রথম ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় জানান প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
গত জুলাই মাসে জিলিয়ান সেগালকে ইহুদিবিদ্বেষ-বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তিন মাস পর এবার ইসলামবিদ্বেষ-বিষয়ক দূত নিয়োগ দিল অস্ট্রেলিয়ার সরকার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, অভিবাসন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী টনি বার্কের সঙ্গে এক যৌথ বিবৃতিতে অ্যালবানিজ বলেন, বিশেষ দূত মুসলিম সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় বৈষম্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের সঙ্গে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোত্তম উপায় নিয়ে কাজ করবেন।
আগামী ১৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন মালিক। তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং মন্ত্রী টনি বার্ককে রিপোর্ট করবেন তিনি।
যুক্তরাজ্যে পাকিস্তানি বাবা–মার ঘরে জন্মগ্রহণের পর ২০১২ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মালিক। সেখানে তিনি নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকারের সংহতি প্রচার এবং ঘৃণা ও চরমপন্থা মোকাবিলায় কাজ করেছেন।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির বিমানবন্দরগুলো দিয়ে ২০২৪ সালে রেকর্ড ১২ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করেছে। যা এর আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। সৌদির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়ছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।
পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।
সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই প্রতীক অনুমোদন করেছেন। স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।