
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আব্দুর রহিম রনি নামে (২২) এক বাংলাদেশি যুবক মারা গেছেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে দেশটির আলকাছিম জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আব্দুর রহিম মঙ্গলবার রাতে তাঁর কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন।
জীবিকার তাগিদে এ বছরের জুলাই মাসে সৌদি আরবে এসেছিলেন আব্দুর রহিম। রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার আব্দুর রহিমসহ আরও কয়েকজন একটি গাড়িতে দাম্মাম যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি একটি মালবাহী ট্রলিগাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুর রহিম মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ আব্দুর রহিমসহ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত আব্দুর রহিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে। চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন তিনি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আব্দুর রহিম রনি নামে (২২) এক বাংলাদেশি যুবক মারা গেছেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে দেশটির আলকাছিম জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আব্দুর রহিম মঙ্গলবার রাতে তাঁর কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন।
জীবিকার তাগিদে এ বছরের জুলাই মাসে সৌদি আরবে এসেছিলেন আব্দুর রহিম। রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার আব্দুর রহিমসহ আরও কয়েকজন একটি গাড়িতে দাম্মাম যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি একটি মালবাহী ট্রলিগাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুর রহিম মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ আব্দুর রহিমসহ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত আব্দুর রহিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে। চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন তিনি।
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “বিপদ থেকে পালিয়ে আসা লোকদের স্বাগত জানানোর ঐতিহ্য এই দেশের আছে। আমাদের উদারতা অবৈধ অভিবাসীদের আকর্ষণ করছে। অভিবাসনের গতি এবং মাত্রা দেশের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।”
বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।